গাজা যুদ্ধ ইহুদিবাদী শাসক গোষ্ঠীর জন্য দারিদ্র ও দুর্দশা বয়ে এনেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i154918-গাজা_যুদ্ধ_ইহুদিবাদী_শাসক_গোষ্ঠীর_জন্য_দারিদ্র_ও_দুর্দশা_বয়ে_এনেছে
পার্সটুডে-একটি ইহুদিবাদী ইনস্টিটিউটের অনুসন্ধান অনুসারে,গাজা যুদ্ধ আরও বেশি ইহুদিবাদীদের দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে এবং এক-চতুর্থাংশেরও বেশি পরিবার এখন খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে।
(last modified 2025-12-09T11:34:04+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২৫ ১৬:৩৮ Asia/Dhaka
  • অধিকৃত অঞ্চলগুলিতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে
    অধিকৃত অঞ্চলগুলিতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে

পার্সটুডে-একটি ইহুদিবাদী ইনস্টিটিউটের অনুসন্ধান অনুসারে,গাজা যুদ্ধ আরও বেশি ইহুদিবাদীদের দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে এবং এক-চতুর্থাংশেরও বেশি পরিবার এখন খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে।

দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় প্রতিষ্ঠিত ইহুদিবাদী ইনস্টিটিউট ল্যাট তার সর্বশেষ প্রতিবেদনে সতর্ক করে বলেছে যে অধিকৃত অঞ্চলের এক-চতুর্থাংশেরও বেশি পরিবার এখন খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে; গাজায় দুই বছরের যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক পরিণতির ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ল্যাট তার বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করেছে যে অধিকৃত অঞ্চলের প্রায় ২৭ শতাংশ পরিবার (প্রায় ৮,৬৭,২৫৬টি পরিবার) খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে যে শিশুরাও খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে। ল্যাট তার প্রতিবেদনে পরিস্থিতিকে অধিকৃত অঞ্চলগুলোতে একটি গুরুতর এবং ক্রমবর্ধমান সংকট হিসেবে বর্ণনা করেছেন।

প্রতিবেদন অনুসারে, অধিকৃত অঞ্চলগুলোতে দরিদ্রদের একটি নতুন শ্রেণীর আবির্ভাব ঘটেছে এবং গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত দুই বছরে খাদ্য সহায়তা গ্রহীতাদের এক-চতুর্থাংশ দারিদ্র্যের মধ্যে পড়েছে।

এই ফলাফলগুলো উদ্ধৃত করে ইহুদিবাদী সংবাদপত্র *জেরুজালেম পোস্ট* একটি প্রতিবেদনে লিখেছে যে ৭ অক্টোবরের অর্থনৈতিক ধাক্কা বিদ্যমান বঞ্চনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং হাজার হাজার পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। গাজা যুদ্ধের আগে যারা ছোট ব্যবসায়ী এবং পূর্ণকালীন বেতনভোগী ছিলেন তারা এখন খাদ্যের দাম বৃদ্ধি, আবাসন খরচ এবং ক্রমবর্ধমান ঋণের মুখোমুখি হচ্ছেন।

গাজা যুদ্ধের ফলে অধিকৃত অঞ্চলগুলোতে অর্থনীতি ভেঙে পড়েছে এবং যুদ্ধের খরচ, ক্রমবর্ধমান মূল্য এবং আয় হ্রাসের ফলে সৃষ্ট আর্থিক চাপ লাখ লাখ মানুষকে দারিদ্র্য এবং খাদ্য নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়েছে।

গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধ মধ্যবিত্ত শ্রেণীতে দারিদ্র্য ছড়িয়ে দিয়েছে। এই সংকট দরিদ্রদের ছাড়িয়ে এখন মধ্যবিত্ত এবং এমনকি দুটি চাকরিজীবী পরিবারকেও প্রভাবিত করেছে। অধিকৃত অঞ্চলগুলোতে আবাসন ও খাদ্যের খরচ, খাদ্যের দাম এবং ভাড়া তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে এবং পরিবারগুলোকে তাদের মৌলিক চাহিদার মধ্যে একটি বেছে নিতে বাধ্য করা হয়েছে।

অধিকৃত অঞ্চলগুলোতে অব্যাহত কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মানসিক ও সামাজিক সংকটকেও আরও বাড়িয়ে তুলেছে, ৬০ শতাংশেরও বেশি সামাজিক সহায়তা প্রাপক তাদের মানসিক অবস্থাকে প্রতিকূল বলে বর্ণনা করেছেন। অনেক শিশু শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড থেকেও বঞ্চিত হয়েছে।

নেতানিয়াহুর মন্ত্রিসভা অর্থনৈতিক সংকট মোকাবেলায় কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে; আর্থিক সম্পদ মূলত যুদ্ধের জন্য বরাদ্দ করা হয়েছে এবং সহায়তা কর্মসূচির ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গেছে। গাজা যুদ্ধ এবং ভারী সামরিক ব্যয়ের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট ইহুদিবাদী শাসনব্যবস্থাকে দারিদ্র্য বৃদ্ধি, সরকারি বাজেটের উপর চাপ, বেসামরিক খাতে স্থবিরতা এবং সামাজিক ব্যবধান আরও গভীর করার মতো পরিণতির মুখোমুখি করেছে।

গাজা যুদ্ধ কেবল ইহুদিবাদী শাসনব্যবস্থার উপর ভারী সামরিক ব্যয় চাপিয়ে দেয়নি, বরং দেশীয় অর্থনীতিকেও পঙ্গু করে দিয়েছে এবং কাঠামোগত দারিদ্র্যকে আরও বাড়িয়ে তুলেছে। পরিবারগুলোর উপর ঋণের বোঝা দেখায় যে অধিকৃত অঞ্চলগুলোতে অর্থনৈতিক ও সামাজিক সংকট এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মধ্যবিত্তরাও স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যেতে পারছে না।

গাজা যুদ্ধ ইহুদিবাদী অর্থনীতিকেও মারাত্মকভাবে প্রভাবিত করেছে। অধিকৃত অঞ্চলগুলোতে অর্থনৈতিক সংকট একটি কাঠামোগত এবং বহুমাত্রিক সংকট যা গাজা যুদ্ধ এবং নেতানিয়াহুর সম্পদ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক নীতি নির্ধারণে অদক্ষতার ফলে সৃষ্ট। এই সংকট ইহুদিবাদী শাসনব্যবস্থার রাজনৈতিক বৈধতার অভাবকে আরও বাড়িয়ে তুলেছে এবং এর জন্য একটি অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে।#

পার্সটুডে/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন