মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আসল লক্ষ্য কী?
https://parstoday.ir/bn/news/west_asia-i156448-মধ্যপ্রাচ্যে_ইসরায়েলের_আসল_লক্ষ্য_কী
পার্সটুডে- ইরানি জনগণের ঐক্য ও সংহতির কথা উল্লেখ করে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের প্রতিনিধি ঘোষণা করেছেন যে এই সংহতি ইরানকে অস্থিতিশীল করার মার্কিন ও ইসরায়েলি প্রচেষ্টাকে ব্যর্থ করেছে।
(last modified 2026-01-26T09:38:14+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৬ ১৫:৩৬ Asia/Dhaka
  • • লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের প্রতিনিধি মাহফুজ মুনাওয়ার
    • লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের প্রতিনিধি মাহফুজ মুনাওয়ার

পার্সটুডে- ইরানি জনগণের ঐক্য ও সংহতির কথা উল্লেখ করে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের প্রতিনিধি ঘোষণা করেছেন যে এই সংহতি ইরানকে অস্থিতিশীল করার মার্কিন ও ইসরায়েলি প্রচেষ্টাকে ব্যর্থ করেছে।

লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের প্রতিনিধি জোর দিয়ে বলেছেন যে ইরানি জনগণ তাদের নেতৃত্বের প্রতি সংহতি ও পূর্ণ সমর্থনই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের ইরানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা ব্যর্থতার প্রধান কারণ। পার্সটুডে জানিয়েছে, আল-আলম নিউজ নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে, এই অঞ্চলের স্পর্শকাতর পরিস্থিতির কথা উল্লেখ করে, "মাহফুজ মুনাওয়ার" ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে প্রতিরোধ আন্দোলনের সংহতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন: ইরানকে সমর্থন করা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী সমস্ত প্রতিরোধ শক্তিকে সমর্থন করা।

ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য কোন একটি দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি আরও বলেন: আমরা পূর্বে সতর্ক করেছিলাম যে গাজা বা দক্ষিণ লেবানন থেকে যেকোনো সরাসরি সংঘাত শুরু হতে পারে, তবে ইসরায়েলের লক্ষ্যের পরিধি সমগ্র পশ্চিম এশিয়া জুড়ে এবং সম্ভাব্য মার্কিন পদক্ষেপে সমগ্র অঞ্চলেই এর প্রভাব পড়বে।

ইরানে সাম্প্রতিক অস্থিরতার কথা উল্লেখ করে মুনাওয়ার বলেন: বিক্ষোভগুলি প্রাথমিকভাবে সামাজিক প্রকৃতির ছিল, কিন্তু বিদেশী শক্তির হস্তক্ষেপ ও দাঙ্গাবাজদের সহিংসতার দিকে পরিচালিত করা অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

তিনি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বাসভবন লক্ষ্য করে হামলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে হামলাকে ফিলিস্তিনি প্রতিরোধ এবং ইরানের প্রতি দাঙ্গাবাজদের বিরোধিতার লক্ষণ হিসেবে উল্লেখ করে আরও বলেন: এই ঘটনাবলীর ভাগ্য নির্ধারণকারী বিষয় ছিল জনগণের ব্যাপক উপস্থিতি এবং দেশের প্রতি তাদের সমর্থন।

লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রতিনিধি জোর দিয়ে বলেন: ইরানের উপর যেকোনো আক্রমণ আসলে ফিলিস্তিনিদের উপর আক্রমণ, কারণ ইরানই একমাত্র দেশ যারা প্রতিরোধ শক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন: প্রতিরোধ বাহিনী ইরানের পাশে থাকবে, কারণ ইসরায়েলি পরিকল্পনা মোকাবেলা করার জন্য ঐক্য ও সংহতি প্রয়োজন।

পরিশেষে, ইরানের পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণের কথা উল্লেখ করে মুনাওয়ার বলেন: ইসলামিক জিহাদ আন্দোলন আশা করে যে ইরান শক্তির সাথে শত্রুদের বর্তমান ষড়যন্ত্র ও বিপর্যয়কর পরিস্থিতি অতিক্রম করবে এবং বিজয়ী হবে।#

পার্সটুডে/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন