লিবিয়ায় মোতায়েন হলো মার্কিন কমান্ডো
https://parstoday.ir/bn/news/west_asia-i16843-লিবিয়ায়_মোতায়েন_হলো_মার্কিন_কমান্ডো
লিবিয়ায় মার্কিন কমান্ডো বাহিনী ‘স্পেশাল অপারেশন্স’র কিছু সেনা মোতায়েন করা হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে লিবিয়ার ঐকমত্যের সরকারকে সহায়তা দেয়ার অজুহাতে এ সব সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ১০, ২০১৬ ১০:৫১ Asia/Dhaka
  •  লিবিয়ায় মোতায়েন হলো মার্কিন কমান্ডো

লিবিয়ায় মার্কিন কমান্ডো বাহিনী ‘স্পেশাল অপারেশন্স’র কিছু সেনা মোতায়েন করা হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে লিবিয়ার ঐকমত্যের সরকারকে সহায়তা দেয়ার অজুহাতে এ সব সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।

মার্কিন বিমান হামলা চালানোর কাজ সমন্বয় করছে এ সব কমান্ডো সেনা। এ ছাড়া, উপকূলীয় নগরী সিত্রে’তে চলমান যুদ্ধের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে তারা। মার্কিন সেনাদের সঙ্গে যোগ দিয়েছে ব্রিটিশ সেনারাও।

আমেরিকার আফ্রিকা কমান্ড বা আফ্রিকম’র মুখপাত্র রবিন মার্ক লিবিয়ায় মার্কিন কমান্ডো উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটিতে অল্প সংখ্যক সেনা মোতায়েন রয়েছে বলে জানালেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১০