পিকেকে গেরিলাদের হামলায় ৫ তুর্কি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i16879-পিকেকে_গেরিলাদের_হামলায়_৫_তুর্কি_সেনা_নিহত
তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত পাঁচ তুর্কি সেনা নিহত হয়েছে। তুরস্কের সেনাবাহিনীর একটি সামরিক যান লক্ষ্য করে চালানো এ হামলায় আরো আট সেনা আহত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১০, ২০১৬ ১৭:২২ Asia/Dhaka
  • পিকেকে গেরিলাদের হামলায় ৫ তুর্কি সেনা নিহত

তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত পাঁচ তুর্কি সেনা নিহত হয়েছে। তুরস্কের সেনাবাহিনীর একটি সামরিক যান লক্ষ্য করে চালানো এ হামলায় আরো আট সেনা আহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তুর্কি নিরাপত্তা সূত্র জানিয়েছে,কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলারা সিরনাক প্রদেশের উলুদেরে শহরের একটি রাস্তায় আগে থেকে ওই বোমা পুঁতে রাখে এবং দূর নিয়ন্ত্রণের মাধ্যমে সেটির বিস্ফোরণ ঘটায়।

তুর্কি সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের পাশাপাশি  দিয়ারবাকির প্রদেশের লিস এবং কুলপ শহরের মফস্বল এলাকায় গতকাল সন্ত্রাস বিরোধী অভিযান চালালে পিকেকে গেরিলা এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এর কয়েক ঘন্টা পরই ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

গতকালের সংঘর্ষে এক সেনা নিহত এবং তিন জন আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। হামলাকারীদের ধরতে তুর্কি সেনাবাহিনী এখনো সেখানে অভিযান চালাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন।

আঙ্কারা গত কয়েক মাস ধরে গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তে পিকেকে বিরোধী ব্যাপক স্থল অভিযান ও বিমান হামলা  চালাচ্ছে। এ ছাড়া, ইরাকের উত্তরাঞ্চলেও পিকেকে’র অবস্থানে হামলা করছে তুর্কি সেনাবাহিনী।

গত বছরের জুলাই মাসে  তুরস্কের সুর শহরে এক বোমা হামলাকে কেন্দ্র করে তুর্কি সরকার পিকেকে গেরিলা-বিরোধী অভিযান শুরু করে। ওই বোমা হামলায় ৩০ জনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল। তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ ওই হামলা চালায় বলে তুর্কি সরকার জানিয়েছিল।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/১০