অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ বসতিস্থাপন নির্মাণের নিন্দা আমেরিকার
https://parstoday.ir/bn/news/west_asia-i18874-অধিকৃত_ফিলিস্তিন_ভূখণ্ডে_অবৈধ_বসতিস্থাপন_নির্মাণের_নিন্দা_আমেরিকার
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল অবৈধ বসতিস্থাপনের যে তৎপরতা চালাচ্ছে তার কড়া নিন্দা জানিয়েছে আমেরিকা। সেখানে বসতিস্থাপনের কার্যক্রম দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধান প্রক্রিয়ার পথে বিরাট অন্তরায় সৃষ্টি করবে বলে মন্তব্য করেছে ওয়াশিংটন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৬ ১৭:১৬ Asia/Dhaka
  • হোয়াইট হাউজ মুখপাত্র জোস আর্নেস্ট
    হোয়াইট হাউজ মুখপাত্র জোস আর্নেস্ট

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল অবৈধ বসতিস্থাপনের যে তৎপরতা চালাচ্ছে তার কড়া নিন্দা জানিয়েছে আমেরিকা। সেখানে বসতিস্থাপনের কার্যক্রম দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধান প্রক্রিয়ার পথে বিরাট অন্তরায় সৃষ্টি করবে বলে মন্তব্য করেছে ওয়াশিংটন।

গতকাল (বুধবার) হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট সাংবাদিকদের বলেন, "অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল যেভাবে উল্লেখযোগ্যহারে বসতিস্থাপন করছে তাতে দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধানের বাস্তব প্রক্রিয়ার প্রতি মারাত্মক এবং ক্রমবর্ধমান হুমকি সৃষ্টি করবে। তিনি বলেন, বিশেষ করে ইসরাইলের মাধ্যমে ব্যাপকভাবে নির্মিত অসংখ্য অবৈধ ফাঁড়ি এবং অননুমোদিত বসতিস্থাপনের নীতিতে আমরা খুবই বিচলিত।"

ওয়াশিংটন সবসময় ইসরাইলের অবৈধ বসতিস্থাপন কার্যক্রমের সমালোচনা করে আসছে। তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে দেয়া গতকালের বিবৃতি ইসরাইলের প্রতি এটি একটি অস্বাভাবিক মাত্রার তিরস্কার বলে মনে করা হচ্ছে।

এদিকে, আগের দিন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইল আরো বসতিস্থাপন নির্মাণের ঘোষণা দেয়ায় ওয়াশিংটন গভীরভাবে উদ্বিগ্ন। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ বসতি এবং অব্যাহত সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে প্রধান বাধা বলেও মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/১