ইরাকের তিকরিতে ধারাবাহিক বোমা বিস্ফোরণ: নিহত ১২
https://parstoday.ir/bn/news/west_asia-i21052-ইরাকের_তিকরিতে_ধারাবাহিক_বোমা_বিস্ফোরণ_নিহত_১২
ইরাকের উত্তরাঞ্চলীয় তিকরিত শহরে ধারাবাহিক তিনটি বোমা হামলায় অন্তত ১২ ব্যক্তি নিহত হয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ১৬:৪৭ Asia/Dhaka
  • ইরাকি নিরাপত্তা বাহিনীর দায়েশ বিরোধী অভিযান ( ফাইল ফটো)
    ইরাকি নিরাপত্তা বাহিনীর দায়েশ বিরোধী অভিযান ( ফাইল ফটো)

ইরাকের উত্তরাঞ্চলীয় তিকরিত শহরে ধারাবাহিক তিনটি বোমা হামলায় অন্তত ১২ ব্যক্তি নিহত হয়েছে।

আজ (শনিবার) সালাউদ্দিন প্রদেশের রাজধানী তিকরিতের উত্তর অংশের প্রবেশ পথে বোমা বিস্ফোরণ হলে এসব ব্যক্তি নিহত হয় বলে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি আকওয়াস নিরাপত্তা চৌকিতে বিস্ফোরণ ঘটে।এর কিছুক্ষণ পর দুই ব্যক্তি সেখানে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।

আল-ফোরাত সংবাদ সংস্থা জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে নয় জন পুলিশ কর্মকর্তা এবং আল-হাশাদ আল-শাবি বা জনপ্রিয় মোবালাইজেশন ইউনিটস'র তিন সদস্য রয়েছেন। এছাড়া, বেসামরিক ব্যক্তিসহ আরো ২৩ ব্যক্তি আহত হয়েছেন।তবে হামলা থেকে প্রাদেশিক পুলিশ প্রধান এবং সিটি কাউন্সিলের একজন সদস্য অল্পের জন্য বেঁচে গেছেন।বর্বরোচিত এসব বোমা হামলার পর সেখানে কারফিউ জারি করা হয়েছে।

২০১৪ সালে তাকফিরি দায়েশ তিকরিত শহরটি দখলে নিয়েছিল।এরপর সন্ত্রাসীরা সেখানে বিভিন্ন ধরণের পাশবিকতা এবং নৃশংসতা চালিয়ে আসছিল। তবে, এক বছর পর ইরাকি নিরাপত্তা বাহিনী দায়েশের কাছ থেকে শহরটি পুনর্দখলে নেয়।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪