আলেপ্পোতে আরো দু'টি এলাকা পুনর্দখলে নিয়েছে সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i22225-আলেপ্পোতে_আরো_দু'টি_এলাকা_পুনর্দখলে_নিয়েছে_সিরিয়_বাহিনী
সিরিয়ার সরকারি সেনারা দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে বিদেশী মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীদের কবল থেকে আরো দু'টি এলাকা পুনর্দখলে নিয়েছে।কৌশলগত শহরটি থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে যখন সিরিয় বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে তখন এ সাফল্যের খবর এলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৭, ২০১৬ ১৬:২৬ Asia/Dhaka
  • আলেপ্পোতে আরো দু'টি এলাকা পুনর্দখলে নিয়েছে সিরিয় বাহিনী

সিরিয়ার সরকারি সেনারা দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে বিদেশী মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীদের কবল থেকে আরো দু'টি এলাকা পুনর্দখলে নিয়েছে।কৌশলগত শহরটি থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে যখন সিরিয় বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে তখন এ সাফল্যের খবর এলো।

নাম প্রকাশে অনেচ্ছুক একটি সামরিক সূত্র সিরিয়ার বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, সেনাবাহিনী গতকাল (বৃহস্পতিবার) রাজধানী দামেস্কের ৩৫৫ কিলোমিটার উত্তরে আলেপ্পোর পার্শ্ববর্তী আল শাখোর এলাকা থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করার পর সেখানে  কয়েকটি ভবনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

এছাড়া, সিরিয় বাহিনী আলেপ্পোর উত্তর অংশে আল-বুরুজ এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানায় ওই সূত্রটি। অভিযানে বহু তাকফিরি সন্ত্রাসী হতাহত হয়েছে খবর পাওয়া গেছে।

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দা'রা প্রদেশের রাজধানী দারার দারা আল-বালাদ এলাকার পাশাপাশি আল-নাইমাহ গ্রামে স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় সেনাবাহিনী তাকফিরি গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ-শাম'র অবস্থানে অভিযান চালিয়েছে। এতে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। সাবেক আন-নুসরা ফ্রন্ট সম্প্রতি জাবহাত ফাতেহ আশ-শাম হিসেবে আত্মপ্রকাশ করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৭