ইয়াসির আরাফাতকে কারা হত্যা করেছে তা জানি: মাহমুদ আব্বাস
(last modified Fri, 11 Nov 2016 10:01:05 GMT )
নভেম্বর ১১, ২০১৬ ১৬:০১ Asia/Dhaka
  • ইয়াসির আরাফাতকে কারা হত্যা করেছে তা জানি: মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, পিএলও’র সাবেক নেতা ইয়াসির আরাফাতের রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় তিনি জানেন।

রামাল্লায় ইয়াসির আরাফাতের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ইয়াসির আরাফাতকে কারা হত্যা করেছে তা আমার কাছে জানতে চাইলে আমি নাম বলতে পারবো। তবে তার একার সাক্ষ্য যথেষ্ট হিসেবে বিবেচিত হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, আমি কোনো নাম বলতে চাই না। কারণ এসব নাম মনে রাখা উচিত নয়। অবশ্য ইয়াসির আরাফাতের হত্যারহস্য উন্মোচনের জন্য একটি তদন্ত চলছে বলেও জানান তিনি।  যতদ্রুত সম্ভব এ রহস্য উন্মোচন করা হবে এবং সে সময় ইয়াসির আরাফাতের হত্যাকাণ্ডে জড়িতদের নাম দেখে সবাই হতবাক হবে বলেও জানান তিনি।

১৯৬০’এর দশকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন ইয়াসির আরাফাত। ২০০৪ সালের ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। পলোনিয়াম প্রয়োগের কারণে তিনি মারা গেছেন বলে সুইস এবং রুশ বিশেষজ্ঞদের তদন্তে বলা হয়েছে। ইয়াসির আরাফাতের দেহাবশেষের নমুনা সংগ্রহের জন্য এর আগে তার কবর খোঁড়া হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১২