'শিগগিরি আলেপ্পো বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়ন শুরু হবে'
https://parstoday.ir/bn/news/west_asia-i27997-'শিগগিরি_আলেপ্পো_বিমানবন্দর_থেকে_ফ্লাইট_উড্ডয়ন_শুরু_হবে'
সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রযুক্তিগত সরঞ্জাম পুনরায় চালু করা হচ্ছে এবং সেখান থেকে শিগগিরি ফ্লাইট উড্ডয়ন করবে বলে বিমানবন্দরের পরিচালক বাসেম মানসুর আজ (রোববার) জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৬ ২১:২৫ Asia/Dhaka
  • আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর
    আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর

সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রযুক্তিগত সরঞ্জাম পুনরায় চালু করা হচ্ছে এবং সেখান থেকে শিগগিরি ফ্লাইট উড্ডয়ন করবে বলে বিমানবন্দরের পরিচালক বাসেম মানসুর আজ (রোববার) জানিয়েছেন।

সিরিয়ার সেনাবাহিনী যখন আলেপ্পোর সব কৌশলগত এলাকার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে তখনি বিমান বন্দরের আশপাশের এলাকায় পুনর্গঠনের কাজ শুরু হবে বলে জানান মানসুর।

তিনি আরো বলেন, "আমরা বিমান বন্দরের দিকে প্রধান সড়কের নির্মাণ কাজ শুরু করেছি। আমাদের কর্মীরা এখন সড়কের ওপর থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজে নিয়োজিত রয়েছে।"  

গত রোববার আলেপ্পো আন্তর্জাতিক বিমান বন্দরের পশ্চিম অংশে সিরিয়ার সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী জেইশ আল-ফাতহ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। একই দিনে সেনাবাহিনী আলেপ্পোর দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দু'টি এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/১১