সন্ত্রাসী চক্রের তৎপরতা নস্যাৎ করল তিউনিশিয়ার নিরাপত্তা বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i29581-সন্ত্রাসী_চক্রের_তৎপরতা_নস্যাৎ_করল_তিউনিশিয়ার_নিরাপত্তা_বাহিনী
তিউনিশিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির একটি সন্ত্রাসী চক্রের তৎপরতা নস্যাৎ করে দিয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে এ চক্রের যোগসাজশ ছিল। চক্রটি উত্তর আফ্রিকার দেশটিতে হামলার চালানোর ষড়যন্ত্র করেছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ১২:৪৩ Asia/Dhaka
  • সন্ত্রাসী চক্রের তৎপরতা নস্যাৎ করল তিউনিশিয়ার নিরাপত্তা বাহিনী

তিউনিশিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির একটি সন্ত্রাসী চক্রের তৎপরতা নস্যাৎ করে দিয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে এ চক্রের যোগসাজশ ছিল। চক্রটি উত্তর আফ্রিকার দেশটিতে হামলার চালানোর ষড়যন্ত্র করেছিল।

তিউনিশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তিউনিশিয়া থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় শহর সুসেসের কাছে অভিযান চালিয়ে এ চক্রের তৎপরতার নস্যাৎ করে দেয়া হয়। চক্রটিতে একজন নারীসহ ১০ সদস্য ছিল এবং তাদের বয়স ২৫ থেকে ৪৫ বলে জানানো হয়েছে।

এ চক্রের সঙ্গে ওকাবা বিন নাফা গোষ্ঠীর যোগসাজশ ছিল। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীটি আলজেরিয়ার সীমান্তের কাছে অবস্থিত মাউন্ট শাম্বি পর্বতমালা এলাকায় তৎপর রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে তিউনিশিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অনেক হামলা চালিয়েছে।

তিউনিশিয়ার নিরাপত্তা বাহিনী বলেছে,  চলতি বছরের প্রথম ১০ মাসে তারা  ১৬০ সন্ত্রাসী চক্রকে ধ্বংস করে দিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩০