মসুলে চলছে অভিযান; ছেলের হাতে ‘দায়েশ বাবা’ খুন
-
ইরাকি সন্ত্রাসবিরোধী বাহিনীর অভিযান
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর উদ্ধার অভিযানের মুখে ইরাকের নিরাপত্তা বাহিনীর হাতে আরো অন্তত ৬৩ জন দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। মসুল হচ্ছে ইরাকে দায়েশ সন্ত্রাসীদের শহর এলাকার সর্বশেষ ঘাঁটি।
ইরাকের ফেডারেল পুলিশ আজ (মঙ্গলবার) বলেছে, মসুল শহরের মিসাক ও শাইমা এলাকায় পুলিশের অভিযানে মারা গেছে ৫০ সন্ত্রাসী। এছাড়া, অন্য এক সন্ত্রাসবিরোধী অভিযানে শহরের সানাহ এলাকায় ১৩ সন্ত্রাসী মারা যায়।
মসুল অভিযানের কমান্ডার আব্দুর রহিম ইয়ারুল্লাহ জানিয়েছেন, দায়েশ সন্ত্রাসীদের একটি গুরুত্বপূর্ণ আস্তানা ধ্বংস করেছে তার বাহিনী। পাশাপাশি সন্ত্রাসীদের তিনটি গোলাবারুদের গুদামও ধ্বংস হয়েছে। এছাড়া, ইরাকি বিমান বাহিনীর হামলায় দায়েশের একটি অস্ত্রের গুদাম উড়ে গেছে।
ইরাকের ফোরাত বার্তা সংস্থা জানিয়েছে, ১৩ বছর বয়সী এক কিশোরের হাতে তার দায়েশ বাবা নিহত হয়েছে। মসুলের একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বাবা বাড়ি ফেরার পর ১৩ বছরের ওই কিশোর তাকে হত্যা করে। পরে সে নিরাপত্তা বাহিনীর কাছে আশ্রয় নেয়। অন্যদিকে, পূর্ব মসুলের একটি আবাসিক ভবনে দায়েশ সন্ত্রাসীদের রকেট হামলায় ১১ ব্যক্তি নিহত হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩