২০১২ সালের পর প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো আলেপ্পোয়
সিরিয়ার আলেপ্পো নগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পাঁচ বছর অর্থাৎ ২০১২ সালের পর এই প্রথম আলেপ্পোয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। এ ম্যাচে অংশ নিয়েছে স্থানীয় ক্লাব আল-ইত্তেহাদ আলেপ্পো এবং আল-হোররিয়া।
আল-ইত্তেহাদের নিজস্ব মাঠে অনুষ্ঠিত এ ম্যাচ দেখার জন্য ব্যাপক দর্শক সমাগম হয়েছিল। আলেপ্পো যুদ্ধের পর এই প্রথম এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর লড়াইয়ে ৩০ হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছে।
খেলার এক মিনিটের মধ্যেই প্রথম গোল দিয়ে জয়ের সূচনা করে ইত্তেহাদ এবং শেষপর্যন্ত নিজ মাঠে ২-১ গোলে বিজয়ী হয় দলটি।
অনেকেই এ খেলাকে শান্তির পথে মাইলস্টোন হিসেবে গণ্য করছেন। ইত্তেহাদের ডিফেন্ডার ওমর হামিদি এ ম্যাচকে তার জন্য অসাধারণ এক প্রমাণ করছে এ ম্যাচ।#
পার্সটুডে/মূসা রেজা/৩১