ইরাকের মসুলে মার্কিন জোটের হামলায় ২৩০ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i34992-ইরাকের_মসুলে_মার্কিন_জোটের_হামলায়_২৩০_বেসামরিক_ব্যক্তি_নিহত
ইরাকের মসুল নগরীতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ভবনের নিচে চাপা পড়ে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৪, ২০১৭ ১৫:৫৩ Asia/Dhaka
  • মসুলে বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ভবনের নীচে চাপা ব্যক্তিদের উদ্ধার তৎপরতা চলছে
    মসুলে বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ভবনের নীচে চাপা ব্যক্তিদের উদ্ধার তৎপরতা চলছে

ইরাকের মসুল নগরীতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ভবনের নিচে চাপা পড়ে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা গতকাল বলেছে, মসুলের রাহ্‌মা হাসপাতালের কাছাকাছি জাদিদা অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে এখনও লাশ উদ্ধার করছে ত্রাণকর্মীরা। মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় ওই এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ  ঘটেছিল।

ইরাকি সূত্রগুলো ২৩০ জনের বেশি মারা গেছে বলে জানিয়েছে। কিন্তু এ পর্যন্ত ধ্বংস্তুপ থেকে ১৩০টি লাশ উদ্ধার করা হয়েছে।

অবশ্য, বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায় নি। কিন্তু স্থানীয় অধিবাসীরা বলছেন, মার্কিন জোটের বিমান হামলার পর বিস্ফোরক ভর্তি একটি ট্রাকে বিস্ফোরণ ঘটানো হয়। ফলে ঘন বসতিপূর্ণ এলাকার কয়েকটি ভবন ধসে যায়। স্থানীয় আইনপ্রণেতা ফারিস আস-সানজারি বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট বিস্ফোরক ভর্তি ট্রাক লক্ষ্য করে হামলা করেছিল।

অবশ্য মার্কিন নেতৃত্বাধীন জোট ওই এলাকায় হামলার বিষয়ে এখনও বিস্তারিত বিবরণ দেয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/২৪