মসুলের পশ্চিমের ৩ অঞ্চল মুক্ত করল ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i35822-মসুলের_পশ্চিমের_৩_অঞ্চল_মুক্ত_করল_ইরাকি_বাহিনী
ইরাকের সরকারি বাহিনী দেশটির পপুলার মোবিলাইজেশন ইউনিটের সহায়তায় মসুলের নতুন কয়েকটি এলাকা মুক্ত করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অধিকৃত ইরাকের শেষ নগরী মুক্ত করার অভিযান হিসেবে এ সব এলাকা উদ্ধার করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৭, ২০১৭ ২২:৩৫ Asia/Dhaka
  • মসুলের পশ্চিমের ৩ অঞ্চল মুক্ত করল ইরাকি বাহিনী

ইরাকের সরকারি বাহিনী দেশটির পপুলার মোবিলাইজেশন ইউনিটের সহায়তায় মসুলের নতুন কয়েকটি এলাকা মুক্ত করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অধিকৃত ইরাকের শেষ নগরী মুক্ত করার অভিযান হিসেবে এ সব এলাকা উদ্ধার করা হয়।

নিনেভা লিবারেশন অপারেশনের কমান্ডার লে. জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ আজ(শুক্রবার) এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মসুলের পশ্চিমে তিন এলাকা মুক্ত করেছে ৯ম আর্মড ডিভিশন এবং ১৫তম ডিভিশনের ৭১তম ব্রিগেড। ওই সব এলাকার অনেক ভবনের ওপর ইরাকি জাতীয় পতাকা তোলা হয়েছে বলেও জানান তিনি।

মসুলের ব্রিজ এলাকায় দায়েশ অবস্থানে ইরাকি বিমান বাহিনীর কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে পৃথক ভাবে জানিয়েছে ফেডারেল পুলিশ বাহিনীর কমান্ডার লে. জেনারেল রায়েদ শাকের জাওদাদ। এতে অনেক দায়েশ নিহত হয়েছে বলেও জানান তিনি। নিহতদের মধ্যে দায়েশের পদস্থ সামরিক কমান্ডার আবু মারিয়া আর-রাউসি এবং তার দুই ঘনিষ্ঠ সহযোগীও রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৭