মসুল মুক্ত করার অভিযানে নিহত ১৩০০ দায়েশ
ইরাকি সামরিক বাহিনীর মসুল মুক্ত করার অভিযানে এ পর্যন্ত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের তেরশ’র বেশি সদস্য নিহত হয়েছে। এ অভিযানে ইরাকি বাহিনীর সঙ্গে রয়েছে দেশটির জনপ্রিয় পপুলার মোবিলাইজেশন ইউনিট।
ফেব্রুয়ারি মাস থেকে মসুল মুক্ত করার অভিযান শুরু করেছে ইরাকি যৌথ বাহিনী।নেইনাভা লিবারেশন অপারেশনের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লাহ্ আজ (বুধবার) বলেছেন, ৯ম সাঁজোয়া ডিভিশনের হাতেই নিহত হয়েছে ১,৩২১ দায়েশ সন্ত্রাসী। নিহতদের মধ্যে দায়েশের অনেক সিনিয়র কমান্ডার রয়েছে বলে ইরাকের ইংরেজি সংবাদপত্র ইরাকি নিউজকে জানিয়েছেন তিনি।
চলমান অভিযানে এ পর্যন্ত ৪০৬ বর্গ কিলোমিটার এলাকা মুক্ত হয়েছে। এ সব এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা এবং স্থাপনাও রয়েছে। এছাড়া, যুদ্ধ এলাকা থেকে ১,১১,৭৫০ ইরাকিকে সরিয়ে আনা হয়েছে। এসব ইরাকিকে শরণার্থী শিবিরে আশ্রয় দেয়া হয়েছে বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১০