কয়েকদিনের মধ্যে রাকা মুক্ত করার অভিযান: ওয়াইপিজি
-
ওয়াইপিজি যোদ্ধারা দাবি করেছেন, তারা রাকার উপকণ্ঠে পৌঁছে গেছেন
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের নিয়ন্ত্রণে থাকা রাকা শহর মুক্ত করার লক্ষ্যে শিগগিরই বড় ধরনের অভিযান শুরু করা হবে বলে খবর দিয়েছে দেশটিতে তৎপর কুর্দি যোদ্ধারা।
কুর্দি যোদ্ধাদের বাহিনী ওয়াইপিজি’র মুখপাত্র নুরি মাহমুদ বলেছেন, তারা রাকা শহরের দৃষ্টিসীমায় পৌঁছে গেছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে শহরটি মুক্ত করার অভিযান শুরু হবে।
সাম্প্রতিক সময়ে দামেস্ক-বিরোধী কুর্দি যোদ্ধাদেরকে বিমান সহায়তা দিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোট। অন্যদিকে তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র সঙ্গে ওয়াইপিজির সম্পর্ক থাকার কারণে আঙ্কারা এটিকে সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে।
মাহমুদ বলেন, রাকা মুক্ত করার অভিযান সহজ হবে না। সেখানে দায়েশের রয়েছে টানেল, মাইন, গাড়ি বোমা, আত্মঘাতী হামলাকারী; এ ছাড়া, একইসঙ্গে তারা বেসামরিক জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। তারপরও তারা এ অভিযান চালাবেন বলে ঘোষণা করেন ওয়াইপিজি’র এই মুখপাত্র।
তিনি বলেন, রাকা রক্ষার সর্বোচ্চ চেষ্টা চালাবে দায়েশ, কারণ এটি তাদের রাজধানী। এই শহরের পতনের অর্থ তাদের কথিত খেলাফতের পতন।
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ ২০১৪ সালের মাঝামাঝি সময়ে রাকা দখল করে এটিকে নিজেদের কথিত রাজধানী ঘোষণা করে। এরপর তারা সিরিয়ার আরো অনেক এলাকার পাশাপাশি ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে। সাম্প্রতিক সময়ে ইরাক ও সিরিয়ার দখলীকৃত বেশিরভাগ এলাকা দায়েশের হাতছাড়া হয়ে গেছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪