দায়েশের হামলা ঠেকিয়ে দেয়ায় মুক্ত আনন্দে ঈদ করলেন মসুলের মানুষ
মসুলের স্থানীয় অধিবাসীরা এ বছর নির্বিঘ্নে এবং নির্মল আনন্দের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর পালন করছেন। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের ধারাবাহিক হামলা প্রচেষ্টা ইরাকি বাহিনী প্রতিহত করায় এমনটি সম্ভব হয়েছে।
গতকাল ইরাকি সামরিক বাহিনী পশ্চিম মসুলের হাই আত-তানাক এলাকায় দায়েশের ধারাবাহিক হামলা প্রচেষ্টা নস্যাৎ করে দেয়। ইরাকি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরকপূর্ণ বেল্ট নিয়ে হাই আত-তানাকে হামলা চালানোর চেষ্টাকে নস্যাৎ করেছে নিরাপত্তা বাহিনী।
ইরাকি সেনা এবং জনপ্রিয় হাশাদ আশ-শাহা’বির যোদ্ধারা দায়েশের বিরুদ্ধে ব্যাপক বিজয় অর্জন করায় এটি সম্ভব হয়েছে। গত বছরের ১৭ নভেম্বর থেকে মসুলে দায়েশ বিরোধী অভিযান শুরু করা হয়েছিল।
১০০ দিনের লড়াইয়ের পর ১৯ ফেব্রুয়ারি পূর্বাঞ্চলীয় মসুল মুক্ত করে ইরাকি বাহিনী। আর এর মধ্য দিয়ে মসুলের পশ্চিমাঞ্চল মুক্ত করার লড়াইয়ের সূচনা হয়। শীর্ষ স্থানীয় এক কমান্ডার জানিয়েছেন, ইরাকি বাহিনী এ পর্যন্ত মসুলের পুরনো নগরীর দুই তৃতীয়াংশ এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে। অনুমান করা হচ্ছে এখনো ওই এলাকায় দায়েশের সাড়ে তিনশ’র কম সদস্য রয়েছে। এদের বেশির ভাগই ইরাকি নাগরিক নয়।
২০১৪ সালের পর এই প্রথম মসুলের অধিবাসীরা স্বাধীন ভাবে ঈদ-উল-ফিতর পালন করতে পারছেন। ২০১৪ সালে মসুল নগরী দখল করেছিল দায়েশ।#
পার্সটুডে/মূসা রেজা/২৬