সামরিক সহযোগিতার নিয়ে আলোচনার জন্য আমিরাতে লিবিয়ার হাফতার
https://parstoday.ir/bn/news/west_asia-i41812-সামরিক_সহযোগিতার_নিয়ে_আলোচনার_জন্য_আমিরাতে_লিবিয়ার_হাফতার
সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবিয়ার পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতার। সামরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনার জন্য এ সাক্ষাৎ করার কথা জানানো হয়েছে। লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পারস্য উপসাগরীয় কোনো কোনো দেশ নাক গলাচ্ছে বলে জাতিসংঘের সমালোচনার মুখে এ সাক্ষাতের খবর প্রকাশিত হলো।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুলাই ১০, ২০১৭ ০০:৪৭ Asia/Dhaka
  •  খলিফা হাফতার
    খলিফা হাফতার

সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবিয়ার পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতার। সামরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনার জন্য এ সাক্ষাৎ করার কথা জানানো হয়েছে। লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পারস্য উপসাগরীয় কোনো কোনো দেশ নাক গলাচ্ছে বলে জাতিসংঘের সমালোচনার মুখে এ সাক্ষাতের খবর প্রকাশিত হলো।

ইউএইর সংবাদ সংস্থা ডব্লিউএএমের খবরে বলা হয়েছে,গতকাল আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আন-নাইয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন হাফতার। সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী সংস্থাগুলোর মধ্যে লড়াইয়ের বিষয়ে দুই দেশের যৌথ সহযোগিতার বিষয়ে এ সাক্ষাৎ হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ঘন ঘন আমিরাত সফর করছেন স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মি বা এলএনএর প্রধান হাফতার। লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী বেনগাজি প্রতিপক্ষের হাত থেকে দখল করেছে বলে হাফতারের বাহিনী ঘোষণা করার পর সর্বশেষ এ সফর করেন তিনি। বুধবার এ ঘোষণা দেয়া হয়েছিল।

জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক ঐকমত্যের সরকারকে মেনে নেননি হাফতার। এর বদলে লিবিয়ার পূর্বাঞ্চলের বিকল্প সরকারকে সমর্থন করছেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৯