দায়েশের মধ্যে মতবিরোধ চরমে: ইরাকে নিজেদের মধ্যে সংঘর্ষে হতাহত ৪
(last modified Sat, 15 Jul 2017 10:51:51 GMT )
জুলাই ১৫, ২০১৭ ১৬:৫১ Asia/Dhaka
  • দায়েশের মধ্যে মতবিরোধ চরমে: ইরাকে নিজেদের মধ্যে সংঘর্ষে হতাহত ৪

ইরাকের উত্তর-পশ্চিম অংশের একটি মসজিদে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের চার সন্ত্রাসী হতাহত হয়েছে। আজ (শনিবার) ইরাকের আল সুমারিয়া টেলিভিশন চ্যানেল নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

সূত্রটি জানিয়েছে, ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নেইনাভা প্রদেশের তাল আফার শহরের একটি মসজিদে দায়েশ সন্ত্রাসীরা নিজেদের মধ্যে তুমূল সংঘর্ষে লিপ্ত হয়।

সম্প্রতি ইরাকের উত্তরাঞ্চলীয় মসুলে দেশটির সেনাবাহিনীর হাতে লজ্জাজনক পরাজয় বরণ করার পর দায়েশের মধ্যে বিভেদ ও মতবিরোধ চরম আকার ধারণ করেছে এবং বিভিন্ন এলাকায় এখন তা প্রকাশ্য সংঘর্ষে রূপ নিয়েছে।  

এর আগে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি দেশটির দ্বিতীয় বৃহত্তম মসুল শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের ঘোষণা দিয়েছেন। চরমপন্থি এ গোষ্ঠীর বিরুদ্ধে আট মাসের প্রচণ্ড লড়াই শেষে এ বিজয় অর্জন সম্ভব হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫