‘মসুলের চেয়ে সহজতর হবে তলআফার মুক্ত করার আসন্ন লড়াই’
https://parstoday.ir/bn/news/west_asia-i43250-মসুলের_চেয়ে_সহজতর_হবে_তলআফার_মুক্ত_করার_আসন্ন_লড়াই’
ইরাকের নেইনাভা লিবারেশন অপারেশনের কমান্ডার মেজর জেনারেল নাজিম আবদুল্লাহ আজ-জুবেরি বলেছেন, দায়েশ বা আইএসআইএল (আইএস) অধিকৃত দেশটির উত্তরাঞ্চলীয় নগরী তালআফার মুক্ত করা তুলনামূলক ভাবে সহজ হবে। মসুল উদ্ধারের চেয়ে আসন্ন এ লড়াই সহজতর হবে বলে জানান তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০১, ২০১৭ ১১:২৭ Asia/Dhaka
  • ‘মসুলের চেয়ে সহজতর হবে তলআফার মুক্ত করার আসন্ন লড়াই’

ইরাকের নেইনাভা লিবারেশন অপারেশনের কমান্ডার মেজর জেনারেল নাজিম আবদুল্লাহ আজ-জুবেরি বলেছেন, দায়েশ বা আইএসআইএল (আইএস) অধিকৃত দেশটির উত্তরাঞ্চলীয় নগরী তালআফার মুক্ত করা তুলনামূলক ভাবে সহজ হবে। মসুল উদ্ধারের চেয়ে আসন্ন এ লড়াই সহজতর হবে বলে জানান তিনি।

এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেন, এরই মধ্যে দায়েশের মনোবল গুড়িয়ে গেছে এবং যুদ্ধের চড়া মাসুল তাদের গুনতে হচ্ছে। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এ সব কথা বলেন তিনি।

মসুলের ৬৩ কিলোমিটার পশ্চিমের এ নগরীতে দেড় থেকে দুই হাজার দায়েশ রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, সংখ্যার হিসাবে এটি বড় হলেও তালআফারের পরিপার্শ্বিকতা ইরাকি বাহিনীর অনুকূলে রয়েছে। তিনি আরো বলেন, অবরুদ্ধ হয়ে পড়ার পরও দায়েশ-সেনারা গোলাবারুদের ঘাটতিতে পড়েছে বলে মনে হয় না।

তালআফার মুক্ত করার লড়াই শিগগিরই শুরু হবে উল্লেখে করে তিনি বলেন, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি হয়ত এ সংক্রান্ত নির্দেশ দিবেন। আগামী কয়েক দিন বা দু-এক সপ্তাহর মধ্যে এ নির্দেশ দেয়া হতে পারে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১