আওয়ামিয়া শহরে সৌদি বাহিনীর হামলা: নিহত ৭, পালাচ্ছে লোকজন
-
সৌদি বাহিনীর বর্বরতার শিকার আওয়ামিয়া শহর
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া মুসলমান অধ্যুষিত আওয়ামিয়া শহরে সৌদি সরকারি বাহিনীর গুলিতে বহু মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে গুলিতে মারা গেছেন অন্তত পাঁচজন। সরকারি বাহিনীর বর্বরতার মুখে স্থানীয় জনতার প্রতিরোধে মারা গেছে দুই পুলিশ কর্মকর্তা।
সৌদি বাহিনীর তাণ্ডবের মুখে আওয়ামিয়া শহর থেকে শত শত মানুষ পার্শ্ববর্তী দাম্মাম শহরে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছেন। তবে সৌদি নিরাপত্তা বাহিনীর হামলার মুখে এসব মানুষ সহজে পালাতেও পারছেন না। গতকাল (বুধবার) বাসে করে পালানোর সময় পুলিশ একটি বাসে গুলি চালালে একজন নিহত হন। আল-জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমে এ খবর বের হয়েছে।
আওয়ামিয়া শহরে সৌদি বাহিনীর হামলার মুখে দাম্মাম শহরে আশ্রয় পাওয়ার আবেদন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। আবেদনে সাড়া দিয়ে বহু মানুষ তাদের ঘর-বাড়ি খালি করে দেন উদ্বাস্তুদের থাকার জন্য। এছাড়া, অনেকেই আওয়ামিয়া শহরের বাইরে বাসা ভাড়া নিয়ে থাকার জন্য অর্থ সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছেন। সাধারণ লোকজন শহর ছাড়ার জন্য স্থানীয় গভর্নরের কাছে আবেদন জানিয়েছেন।
স্থানীয় মানবাধিকার কর্মীরা লোকজনকে শহর থেকে তাড়ানোর জন্য পুলিশকে দায়ী করছেন। তারা বলছেন, পুলিশ গত কয়েকদিন ধরে বেপরোয়াভাবে ঘর-বাড়ি ও গাড়িতে গুলি চালাচ্ছে। পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
২০১১ সালে কথিত আরব বসন্তের সময় থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ ও আওয়ামিয়া শহরে সামাজিক বৈষম্যের অবসান ও রাজনৈতিক সংস্কারের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলে আসছে। দুটি শহরই শিয়া মুসলমান অধ্যুষিত।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩