স্বাধীনতা প্রশ্নে ইরাকের কুর্দিস্তানে গণভোট বেআইনি: জাতিসংঘ প্রতিনিধি
(last modified Thu, 17 Aug 2017 12:22:16 GMT )
আগস্ট ১৭, ২০১৭ ১৮:২২ Asia/Dhaka
  • স্বাধীনতা প্রশ্নে ইরাকের কুর্দিস্তানে গণভোট বেআইনি: জাতিসংঘ প্রতিনিধি

ইরাকে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি ইয়ান কুবিশ বলেছেন, স্বায়ত্বশাসিত কুর্দিস্তান এলাকার স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজন সম্পূর্ণ বেআইনি।

তিনি আমাদের সংবাদদাতাকে দেয়া সাক্ষাতকারে সব ইরাকির জন্য কেবল একটি সংবিধানের কথা উল্লেখ করে বলেছেন, কুর্দিস্তানে গণভোট আইনসঙ্গত নয় এবং আলোচনার মাধ্যমে আরবিল ও বাগদাদের মধ্যকার মতবিরোধের অবসান ঘটানো উচিত।

ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডগলাস অ্যালান সিলম্যানও স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রতিনিধির বাগদাদ সফরের কথা উল্লেখ করে বলেছেন, ইরাক থেকে আলাদা হওয়ার জন্য এখন গণভোটের উপযুক্ত সময় নয়। কারণ দায়েশের হুমকি এখনো রয়ে গেছে।

কুর্দিস্তানের একটি প্রতিনিধি দল গত সোমবার বাগদাদে দেশটির প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম ও প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির সঙ্গে দেখা করে গণভোটের বিষয়ে কথাবার্তা বলেছেন।

ইরাকের কুর্দিস্তানের কয়েকটি দল গত ৭ জুন ওই এলাকার স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাসুদ বারাজানির সঙ্গে দেখা করে চলতি বছরের ২৫ ডিসেম্বর থেকে স্বাধীনতা প্রশ্নে কুর্দিস্তানে গণভোটের প্রতি সমর্থন জানান। কিন্তু ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গণভোটের তীব্র বিরোধিতা করেছে। এমনকি অন্যান্য দেশও গণভোটের বিরোধিতা করেছে। #

পার্সটুডে/ মো. রেজওয়ান হোসেন/১৭

 

 

 

ট্যাগ