সৌদি আগ্রাসনের জবাবে ২৭টি কাতিউশা রকেট হামলা চালিয়েছে ইয়েমেনি যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i45022-সৌদি_আগ্রাসনের_জবাবে_২৭টি_কাতিউশা_রকেট_হামলা_চালিয়েছে_ইয়েমেনি_যোদ্ধারা
ইয়েমেনের সেনা ও গণবাহিনীর ছোঁড়া ২৭টি কাতিউশা রকেট সৌদি আরবের দক্ষিণে আঘাত হেনেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৯, ২০১৭ ১২:২৫ Asia/Dhaka
  • সৌদি আগ্রাসনের জবাবে ২৭টি কাতিউশা রকেট হামলা চালিয়েছে ইয়েমেনি যোদ্ধারা

ইয়েমেনের সেনা ও গণবাহিনীর ছোঁড়া ২৭টি কাতিউশা রকেট সৌদি আরবের দক্ষিণে আঘাত হেনেছে।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে সৌদি আগ্রাসনের জবাবে গতকাল (মঙ্গলবার) রাতে দক্ষিণাঞ্চলীয় নাজরানের বিভিন্ন এলাকায় সেনা অবস্থানের ওপর এসব  রকেট ছোঁড়া হয়।

এদিকে, ইয়েমেনের যোদ্ধারা উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জা প্রদেশের মেইদি এলাকা সৌদি ভাড়াটে সেনাদের দখল থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে। একইসঙ্গে তারা দক্ষিণাঞ্চলীয় আল-বিজা প্রদেশের আয-যাহরা এলাকায় আল-কায়দা ও সৌদি ভাড়াটে সেনাদের অবস্থানের ওপর হামলা চালিয়ে তাদের ব্যাপক ক্ষতি করেছে।

ইয়েমেনের সেনা সূত্র থেকে বলা হয়েছে, সেনা ও গণবাহিনী আয-যাহরা এলাকা থেকে শত্রু পক্ষকে হটিয়ে দিয়েছে এবং ওই সংঘর্ষে কমপক্ষে ২০ ভাড়াটে সেনা হতাহত হয়েছে। এ ছাড়া, অনেককে গ্রেফতার ও বহু অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।

ইয়েমেন থেকে পাওয়া অপর এক খবরে জানা গেছে, সেনা ও গণবাহিনী উত্তরাঞ্চলীয় আল জুফ প্রদেশের ওয়াদি শাওয়াক এলাকায় সৌদি ভাড়াটে সেনাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।#

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/২৯