রাকায় মার্কিন বাহিনীর হামলায় আরো ৮ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i45093-রাকায়_মার্কিন_বাহিনীর_হামলায়_আরো_৮_বেসামরিক_ব্যক্তি_নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আরো আট বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ৩০, ২০১৭ ১৯:৫০ Asia/Dhaka
  • রাকায় মার্কিন বাহিনীর হামলায় আরো ৮ বেসামরিক ব্যক্তি নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আরো আট বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।

ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ বুধবার জানিয়েছে, বিমান হামলায় আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ৫ জনু থেকে ২৯ আগস্ট পর্যন্ত ৮৩২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০৪টি শিশু রয়েছে বলে অবজারভেটরি জানিয়েছে।

জাতিসংঘ এবং দামেস্ক সরকারের অনুমতি ছাড়াই ২০১৪ সাল থেকে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট তাকফিরি দায়েশের বিরুদ্ধে কথিত সামরিক অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন জোট। এসব হামলায় বেশিরভাগ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে এবং তাকফিরি দায়েশের শক্তি খর্ব করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০