কুর্দিস্তানে গণভোট স্থগিত করুন: কুর্দি নেতাদের প্রতি এবাদি
(last modified Mon, 18 Sep 2017 13:25:47 GMT )
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১৯:২৫ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি
    প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি

ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রশ্নে আসন্ন পরিকল্পিত গণভোট স্থগিত রাখার আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় গণভোট সংবিধান পরিপন্থি কিনা তা যাচাই করার সাপেক্ষে ইরাকের সুপ্রিম কোর্ট ওই গণভোটের ওপর  স্থগিতাদেশ দেয়ার পর প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি এ আহ্বান জানান।

সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, "২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় গণভোট ইরাকের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে বিভিন্ন পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা যাচাই না করা পর্যন্ত ওই গণভোট স্থগিত থাকবে।" গণভোট বন্ধ রাখার জন্য আবেদনকারীদের কাছ থেকে যেসব অনুরোধ এসেছে সেগুলোর ব্যাপারে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে বলেও সুপ্রিম কোর্টের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র আয়াস আস সামুক বলেছেন, "আমরা গণভোটের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি এবং এসব কারণেই তা স্থগিত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।" 

কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদী গণভোট আয়োজনের মাধ্যমে কুর্দি কর্মকর্তারা আগুন নিয়ে খেলছে বলে এর আগে গত শনিবার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী এবাদি। গণভোটের কারণে ইরাকে বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রয়োজনে সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও  হুমকি দিয়েছিলেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৮ 

 

ট্যাগ