দেইর আয-যোরে বিজয় ঘোষণা করল সিরিয়ার সশস্ত্র বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i48119
সিরিয়ার তেলসমৃদ্ধ দেইর আয-যোর শহর পুরোপুরি মুক্ত করেছে সিরিয়ার সরকারি বাহিনী। আজ (শুক্রবার) সকালে বিভিন্ন সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, "মিত্র শক্তির সহযোগিতায় সিরিয়ার সশস্ত্র বাহিনী সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখল থেকে দেইর আয-যোর শহরকে মুক্ত করতে সক্ষম হয়েছে।"
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০৩, ২০১৭ ১৫:৪৫ Asia/Dhaka
  • সিরিয়ার সেনাবাহিনীর ট্যাঙ্ক
    সিরিয়ার সেনাবাহিনীর ট্যাঙ্ক

সিরিয়ার তেলসমৃদ্ধ দেইর আয-যোর শহর পুরোপুরি মুক্ত করেছে সিরিয়ার সরকারি বাহিনী। আজ (শুক্রবার) সকালে বিভিন্ন সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, "মিত্র শক্তির সহযোগিতায় সিরিয়ার সশস্ত্র বাহিনী সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখল থেকে দেইর আয-যোর শহরকে মুক্ত করতে সক্ষম হয়েছে।"

দায়েশের অবস্থানে বোমা হামলার দৃশ্য

এর আগে লেবাননের হিজবুল্লাহর সামরিক সূত্র জানিয়েছিল, "দেইর আয-যোর দায়েশের সর্বশেষ ঘাঁটি মুক্ত করার লড়াই চলছে। সেখানে বোমা হামলা চালানো হচ্ছে। আল-হাওকিয়া জেলাটি দখলমুক্ত করার পরই পুরো দেইর আয-যোর শহর মুক্ত হয়েছে বলে ঘোষণা দেওয়া হবে।"

এরপর আজ সকালে সিরিয়ার সশস্ত্র বাহিনী  দেইর আয-যোর পুরোপুরি মুক্ত হয়েছে বলে ঘোষণা দেয়। এর ফলে প্রতিরোধকামীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বেড়েছে বলে জানা গেছে।

সিরিয়ার সশস্ত্র বাহিনী দুই মাস আগে রাশিয়ার বিমান বাহিনীর সহযোগিতায় দেইর আয-যোরে চূড়ান্ত অভিযান শুরু করে। দেইর আয-যোর হচ্ছে ইরাক সীমান্তবর্তী তেল সমৃদ্ধ একটি অঞ্চল। দেইর আয-যোর মুক্ত হওয়ার ফলে সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের অবস্থান আরও দুর্বল হয়ে পড়লো।

বর্তমানে সিরিয়ার গুটি কয়েক এলাকায় দায়েশের উপস্থিতি রয়েছে। সিরিয়ার সশস্ত্র বাহিনী বলেছে, সিরিয়ায় সন্ত্রাসীরা পুরোপুরি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। মিত্র দেশ ও সংগঠনগুলোও সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩