সিরিয়ায় ভয়াবহ বোমা হামলা চালাল দায়েশ: নিহত অন্তত ১০০
https://parstoday.ir/bn/news/west_asia-i48168
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পেতে রাখা গাড়ি বোমা হামলায় অন্তত ১০০ মানুষ নিহত হয়েছে। শনিবার রাতে আয-যোর শহরের ‘জাদিদা আকিদাত’ এলাকায় এই বোমা হামলার ঘটনায় অপর শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০৫, ২০১৭ ০৬:৫২ Asia/Dhaka
  • দেইর আয-যোর মুক্ত করার অভিযানের সময় অস্থায়ী শরণার্থীতে পরিণত হয় হাজার হাজার মানুষ
    দেইর আয-যোর মুক্ত করার অভিযানের সময় অস্থায়ী শরণার্থীতে পরিণত হয় হাজার হাজার মানুষ

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পেতে রাখা গাড়ি বোমা হামলায় অন্তত ১০০ মানুষ নিহত হয়েছে। শনিবার রাতে আয-যোর শহরের ‘জাদিদা আকিদাত’ এলাকায় এই বোমা হামলার ঘটনায় অপর শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রদেশের অস্থায়ী শরণার্থীদের একটি ক্যাম্পের ভেতরে একটি গাড়িতে করে বোমাটি পেতে রাখা হয়েছিল। বিস্ফোরণের শব্দ এত বেশি ছিল যে, গোটা দেইর আয-যোর শহর থেকে এর শব্দ শোনা গেছে।

আরবি টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন জানিয়েছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ গাড়িবোমাটি পেতে রেখেছিল। সিরিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে দায়েশের হাত থেকে কৌশলগত দেইর আয-যোর শহরটি পুনরুদ্ধার করে।

দেইর আয-যোর মুক্ত করার পর সিরিয়ার সেনাবাহিনীর উল্লাস

আমেরিকা, সৌদি আরব ও তাদের মিত্রদের সহযোগিতায় ২০১১ সালে সিরিয়ার অভ্যন্তরে সহিংসতা ছড়িয়ে দেয়া হয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ন্যক্কারজনক কাজ করা হয়। ওই ঘটনার ছয় বছর পর সিরিয়ার সেনাবাহিনী এখন দেশটির বেশিরভাগ এলাকা বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫