আসাদের পদত্যাগ চায় বিরোধী গোষ্ঠী, জেনেভা সম্মেলন নিয়ে সংশয়
https://parstoday.ir/bn/news/west_asia-i49039-আসাদের_পদত্যাগ_চায়_বিরোধী_গোষ্ঠী_জেনেভা_সম্মেলন_নিয়ে_সংশয়
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবি জানিয়েছে সৌদি সমর্থিত কথিত বিরোধী গোষ্ঠী হাই নেগোশিয়েশন্স কমিটি বা এইচএনসি। জাতিসংঘের মধ্যস্থতায় যখন চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভা শহরে সিরিয়া বিষয়ক গুরুত্বপূর্ণ শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন এইচএনসি এ দাবি জানালো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৮, ২০১৭ ১৮:৫৯ Asia/Dhaka
  • এইচএনসি\'র প্রধান নাসর আল-হারিরি
    এইচএনসি\'র প্রধান নাসর আল-হারিরি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবি জানিয়েছে সৌদি সমর্থিত কথিত বিরোধী গোষ্ঠী হাই নেগোশিয়েশন্স কমিটি বা এইচএনসি। জাতিসংঘের মধ্যস্থতায় যখন চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভা শহরে সিরিয়া বিষয়ক গুরুত্বপূর্ণ শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন এইচএনসি এ দাবি জানালো।

সৌদি সমর্থিত এ গোষ্ঠীর দাবির কারণে জেনেভা সম্মেলনের সফলতা নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। এইচএনসি'র প্রধান নাসর আল-হারিরি গতকাল (সোমবার) সন্ধ্যায় জেনেভায় সাংবাদিকদের বলেছেন,  যেকোনো প্রক্রিয়া শুরুর আগে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরাতে হবে।

গত শুক্রবার সৌদি আরবে সিরিয়ার বিরোধী গোষ্ঠীর বৈঠক হয় এং সেখানে হারিরিকে এইচএনসি'র প্রধান নিযুক্ত করা হয়েছে। ‌এর আগে এ গোষ্ঠীর প্রধান ছিলেন রিয়াদ আল-হিজাব কিন্তু অভ্যন্তরীণ গোলযোগের কারণে তিনি পদত্যাগ করেন।

এদিকে, সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা বলেছেন, "আমরা কোনো পক্ষের পূর্বশর্ত মেনে নেব না।" তিনি আশা করেন, জেনেভায় আসন্ন সম্মেলন সিরিয়ার যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সঠিক রাজনৈতিক প্রক্রিয়া শুরুর পথ খুলে দেবে। সম্মেলনে অংশ নিতে সিরিয়া সরকারের একটি প্রতিনিধিদল বুধবার জেনেভায়  পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮