দায়েশ-বিরোধী লড়াই শেষ: ইরাকের ঘোষণা
-
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার দেশে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের পরিসমাপ্তি ঘোষণা করেছেন।
আজ (শনিবার) বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের নিরাপত্তা বাহিনী ইরাক-সিরিয়া সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং আমি দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের সমাপ্তি ঘোষণা করছি।" এরপর ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, দেশ থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পুরোপুরিভাবে নির্মূল করা হয়েছে।
ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির সেনাবাহিনী সিরিয়া সীমান্তে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ ঘাঁটি দখলে নেয়ার পর প্রধানমন্ত্রী এবাদি এ ঘোষণা দিলেন।
২০১৪ সালে দায়েশ ইরাকে পাশবিক কর্মকাণ্ড চালিয়ে দেশটির বিরাট অংশ দখলে নেয়। দেশটির সেনাবাহিনী স্বেচ্ছাসেবী গণবাহিনী হাশ্দ আশ-শাবির সহযোগিতায় দায়েশ নির্মূলে সাঁড়াশি অভিযান শুরু করে এবং সন্ত্রাসীদের কাছে হারানো এলাকা পুনরুদ্ধার করে।গতমাসে সিরিয়া সীমান্তবর্তী রাওয়া শহর মুক্ত হওয়ার মধ্যদিয়ে ইরাকের মাটিতে দায়েশের কথিত খেলাফতের কার্যত অবসান ঘটে।#
পার্সটুডে/বাবুল আখতার/৯