সিদ্ধান্ত না বদলালে আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ফিলিস্তিন
https://parstoday.ir/bn/news/west_asia-i49593-সিদ্ধান্ত_না_বদলালে_আমেরিকার_সঙ্গে_কোনো_আলোচনা_নয়_ফিলিস্তিন
ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরিকাত বলেছেন, বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার যে ঘোষণা দিয়েছেন তা পরিবর্তন না করা পর্যন্ত আমেরিকার সঙ্গে তারা কোনো আলোচনায় বসবেন না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৭ ১৯:৫১ Asia/Dhaka
  • ট্রাম্পের ঘোষণা শুনছেন সায়েব এরিকাত
    ট্রাম্পের ঘোষণা শুনছেন সায়েব এরিকাত

ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরিকাত বলেছেন, বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার যে ঘোষণা দিয়েছেন তা পরিবর্তন না করা পর্যন্ত আমেরিকার সঙ্গে তারা কোনো আলোচনায় বসবেন না।

এরিকাত হচ্ছেন ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও'র মহাসচিব। তিনি বলেছেন, বর্তমান অবস্থায় যিনি বা যারা আমেরিকার সঙ্গে আলোচনা করবেন তার অর্থ হবে তিনি বা তারা প্রকৃতপক্ষে ট্রাম্পের পদক্ষেপকে মেনে নিচ্ছেন। এরিকাত জানান, ট্রাম্পের ঘোষণার বিষয়ে ফিলিস্তিনি নেতারা সব ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করছেন।

ডোনাল্ড ট্রাম্প

সায়েব এরিকাত বলেন, বুধবারের ঘোষণার পর দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আশা ধ্বংস হয়ে গেছে। এছাড়া, শান্তি প্রক্রিয়ায় কোনো রকমের ভূমিকা রাখার ক্ষেত্রে আমেরিকাকে অযোগ্য করে দিয়েছেন ট্রাম্প।

কয়েক দশকের অনুসৃত নীতি ভেঙে গত বুধবার ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের উদ্যোগ নেন নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯