সৌদি আরবে আরও কয়েকজন প্রিন্স আটক
-
প্রথম দফায় আটক প্রিন্সদের কয়েকজন
সৌদি আরবে আরও কয়েকজন রাজপুত্র বা প্রিন্সকে আটক করা হয়েছে। সৌদি সাংবাদিক ও লেখক জামাল কাশুকচির উদ্ধৃতি দিয়ে দৈনিক আল কুদস আল আরাবি আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছে। তবে নতুনকরে ঠিক কয়জন প্রিন্সকে আটক করা হয়েছে তা স্পষ্ট নয়।
পত্রিকাটি আরও জানিয়েছে, নতুনকরে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেও রিয়াদের বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলে পাঠানো হয়েছে। রিয়াদের রিটজ-কার্লটন হোটেলকে এখন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারাগার হিসেবে গণ্য করা হয়। কারণ এ পর্যন্ত আটক বহু সৌদি প্রিন্স ও ব্যবসায়ীকে সেখানে রাখা হয়েছে। সেখানে আটক ব্যক্তিদের ওপর নির্মম নির্যাতনও করা হচ্ছে বলে খবর বেরিয়েছে।
গত ৬ ডিসেম্বর সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল ঘোষণা করেছেন, দুর্নীতি বিরোধী কমিটি এ পর্যন্ত ৩২০ জনকে ডেকে পাঠিয়েছে।
গত ৪ নভেম্বর সৌদি সরকার বেশ কয়েকজন প্রিন্সকে আটকের পর দাবি করে, দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ক্ষমতা পাকাপোক্ত করতেই ওইসব প্রিন্সকে আটক করা হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫