ইয়েমেনে আগ্রাসন: আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করল নরওয়ে
জানুয়ারি ০৪, ২০১৮ ১৭:১৭ Asia/Dhaka
-
ইয়েমেনে সামরিক আগ্রাসনে অংশ নিয়ে আমিরাতের একটি সেনাবহর দেশে ফিরছে।
দারিদ্রপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসনের জন্য সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার কথা ঘোষণা করেছে ইউরোপের দেশ নরওয়ে। দেশটির অস্ত্র ইয়েমেনের জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে -এমন উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত নিয়েছে অসলো।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছে, চলমান পরিস্থিতি বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে এবং নতুন কোনো লাইসেন্স ইস্যু করা হবে না।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, নরওয়ের অস্ত্র এখন পর্যন্ত ইয়েমেনের জনগণের বিরুদ্ধে ব্যবহারের প্রমাণ পাওয়া যায় নি তবে যুদ্ধের কারণে এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ছে। এ বিষয়টি বিবেচনা করে অস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।#
পাসর্টুডে/সিরাজুল ইসলাম/৪
ট্যাগ