সৌদি আরবে নতুন করে আরও ১১ রাজপুত্র আটক
https://parstoday.ir/bn/news/west_asia-i50947-সৌদি_আরবে_নতুন_করে_আরও_১১_রাজপুত্র_আটক
সৌদি আরবে আরও ১১ জন রাজপুত্র বা প্রিন্সকে আটক করা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রাচীন প্রাসাদ 'কাসর আল হুক্‌ম'-এর সামনে বিক্ষোভ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৮ ১৮:০৬ Asia/Dhaka
  • প্রথম দফায় আটক কয়েকজন প্রিন্স
    প্রথম দফায় আটক কয়েকজন প্রিন্স

সৌদি আরবে আরও ১১ জন রাজপুত্র বা প্রিন্সকে আটক করা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রাচীন প্রাসাদ 'কাসর আল হুক্‌ম'-এর সামনে বিক্ষোভ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

এক চাচাতো ভাইয়ের বিরুদ্ধে কিসাসের রায় ঘোষণার প্রতিবাদে এসব রাজপুত্র সেখানে বিক্ষোভ করেছিল বলে সৌদি গণমাধ্যম জানিয়েছে। সৌদি আরবের বিখ্যাত লেখক জামাল খাশুকচি তার টুইটার পেইজে লিখেছেন, সৌদি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনার কারণে নতুনকরে ধরপাকড় শুরু হয়েছে। নতুনকরে যাদের আটক  করা হয়েছে তাদেরকে কোন কারাগারে রাখা হয়েছে, তা স্পষ্ট নয়।

এর আগে যেসব প্রিন্স ও মন্ত্রীকে আটক করা হয়েছে তাদেরকে রিয়াদের বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলে রাখা হয়েছে। রিয়াদের রিটজ-কার্লটন হোটেলকে এখন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারাগার হিসেবে গণ্য করা হয়। কারণ এ পর্যন্ত আটক বহু সৌদি প্রিন্স ও ব্যবসায়ীকে সেখানে রাখা হয়েছে। সেখানে আটক ব্যক্তিদের ওপর নির্মম নির্যাতনও করা হচ্ছে বলে খবর বেরিয়েছে। 

গত ৪ নভেম্বর সৌদি সরকার প্রথম দফায় বেশ কয়েকজন প্রিন্স ও মন্ত্রীকে আটকের পর দাবি করে, দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ক্ষমতা পাকাপোক্ত করতেই ওইসব প্রিন্সকে আটক করা হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬