আসাদ সরকারের বিরুদ্ধে ফের সাজানো হচ্ছে 'রাসায়নিক হামলা'র নাটক
(last modified Tue, 20 Feb 2018 14:48:47 GMT )
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ২০:৪৮ Asia/Dhaka
  •  আসাদ সরকারের বিরুদ্ধে ফের সাজানো হচ্ছে 'রাসায়নিক হামলা'র নাটক

সিরিয়ায় আসাদ সরকারের বদনাম করার জন্য আবারও 'রাসায়নিক হামলা ঘটার' সাজানো নাটক বা প্রহসনের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

'মাথা রক্ষার সাদা টুপিগুলো বা  হোয়াইট হেলমেটস' নামের একটি স্বঘোষিত বেসামরিক প্রতিরক্ষা গোষ্ঠী সিরিয়ার পূর্ব ঘুউতা অঞ্চলে এই নাটক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বলে  সিরিয়ার আল-ইখবারিয়া সংবাদ মাধ্যম আজ (মঙ্গলবার) খবর দিয়েছে। এই লক্ষ্যে ওই গোষ্ঠী এরিমধ্যে পূর্ব ঘুউতা অঞ্চলে গ্যাস-মুখোশ বিতরণ করছে বলে ওই খবরে বলা হয়েছে।

এ অঞ্চলে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় সিরিয়ার সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে সাজানো এক নতুন নাটকে ওই গোষ্ঠী দাবি করবে বলে আল-ইখবারিয়া সংবাদ মাধ্যম জানিয়েছে। 

সিরিয়ার সরকারি সেনারা রাজধানী দামেস্কের কাছে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীদের দখলে থাকা সর্বশেষ বড় ঘাঁটি হিসেবে বিবেচিত পূর্ব ঘুউতা অঞ্চলটিকে পুরোপুরি ঘিরে ফেলেছে। 

এর আগেও সিরিয়ার সরকারি সেনাদের বদনাম করার জন্য দেশটিতে রাসায়নিক হামলা চালানোর নানা নাটক সাজানো হয়েছিল। শিশুদেরকে কৃত্রিম উপায়ে বা রং দিয়ে রক্তাক্ত দেখানো কিংবা আহত দেখানোর মত নানা নাটকও নানা সময়ে মঞ্চস্থ করেছে পাশ্চাত্য ও ইহুদিবাদী ইসরাইলের মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীরা যাতে আসাদ সরকারের বিরুদ্ধে বিশ্ব-জনমতকে ক্ষেপিয়ে তোলার লক্ষ্যে বিশ্বাসযোগ্য প্রচারণা চালানো যায়।  #

পার্সটুডে/এমএএইচ/২০
 

ট্যাগ