‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে আল-আজহার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেব’
(last modified Fri, 23 Mar 2018 10:29:29 GMT )
মার্চ ২৩, ২০১৮ ১৬:২৯ Asia/Dhaka
  • মুসা মুস্তফা মুসা- আব্দেল ফাত্তাহ আস-সিসি
    মুসা মুস্তফা মুসা- আব্দেল ফাত্তাহ আস-সিসি

মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী মুসা মুস্তফা মুসা বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবেন।

আল-আজহার বিশ্ববিদ্যালয় যে ‘উগ্র চিন্তাধারা’ ধারণ করছে তা সমূলে উৎপাটনের জন্য তিনি এ বিশ্ববিদ্যালয়ের সবগুলো ফ্যাকাল্টি বন্ধ করে দেবেন। মুসা মুস্তফা মুসা বলেন, বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দিয়ে এর শিক্ষার্থীদেরকে মিশরের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পঠিয়ে দেবেন।

মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি’র একমাত্র প্রতিদ্বন্দ্বী হলেন মুসা মুস্তফা মুসা। সরকার বিরোধীরা অভিযোগ করছেন, মিশরে লোক দেখানো প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। এর কারণ হিসেবে তারা বলছেন, মুসা এখন পর্যন্ত একবারের জন্যও সিসি’র সমালোচনা করেননি।

আগামী ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিনদিন মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। অবশ্য তার আগে গত ১৬, ১৭ ও ১৮ মার্চ বিদেশে অবস্থিত মিশরীয় কূটনৈতিক মিশনগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩

 

ট্যাগ