'আমেরিকা নিজ সাম্রাজ্যবাদী যড়যন্ত্র বাস্তবায়ন করছে'
ইয়েমেনের জনপ্রিয় হুথি আন্দোলনের নেতা আবদুল মালেক বদরউদ্দিন আল-হুথি বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী কথিত লড়াইয়ের নামে আমেরিকা নিজ সাম্রাজ্যবাদী যড়যন্ত্র বাস্তবায়ন করছে। এ ছাড়া, ইয়েমেনের অস্ত্র ভাণ্ডারে অত্যাধুনিক আরো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইয়েমেনের রাজধানী সা'না থেকে টেলিভিশনের দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথিত যুদ্ধের জন্য আমেরিকা সবচেয়ে দুর্বল এবং হাস্যকর যুক্তি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আল-কায়েদা এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ সৃষ্টির জন্য ওয়াশিংটনকে দায়ী করেন তিনি। পাশাপাশি বিশ্বে সন্ত্রাস বিস্তারের জন্যও আমেরিকাকে দায়ী করা হয়।
পাশাপাশি কোনো কোনো আরব দেশের অযৌক্তিক সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেন আনসারুল্লাহ নেতা। তিনি বলেন, এটি আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বড় ধরণের সুযোগ হয়ে দেখা দিয়েছে।
এ ছাড়া, দেশটির ওপর চাপিয়ে দেয়া সৌদি আরবের চলমান যুদ্ধ নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ইয়েমেনের সেনাবাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে কাজ করে চলেছে আনসারুল্লাহ যোদ্ধারা। এ ছাড়া. ইয়েমেনের অস্ত্র ভাণ্ডারে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১৪