সিরিয়ায় সামরিক আগ্রাসন পাল্টা জবাব পাওয়ার গুরুত্ব রাখে না: হিজবুল্লাহ
-
শেইখ নাঈম কাসেম
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নাঈম কাসেম বলেছেন, সিরিয়ায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক আগ্রাসন পাল্টা জবাব পাওয়ার মতো গুরুত্বই রাখে না। গতরাতে লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
হিজবুল্লাহর উপ-মহাসচিব আরও বলেছেন, সিরিয়ায় একশ'র মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। এর মধ্যে ৭০টিকে ভূপাতিত করতে পেরেছে সিরিয়ার সশস্ত্র বাহিনী। এর অর্থ হলো, সিরিয়ায় মার্কিন আগ্রাসন ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, রাজধানী দামেস্কের অদূরে পূর্ব-গৌতায় সন্ত্রাসীদের পরাজয়ের সঙ্গে সাম্প্রতিক সামরিক আগ্রাসনের সম্পর্ক রয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী পূর্ব-গৌতা অঞ্চলকে সন্ত্রাসীমুক্ত করতে সক্ষম হওয়ায় আমেরিকা ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়েছে। কারণ পূর্ব-গৌতায় সন্ত্রাসীদের পরাজয়কে আমেরিকার পরাজয় হিসেবে গণ্য করা হচ্ছে।
শেইখ নায়িম কাসেম বলেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর উসকানিতে আমেরিকা ও তার মিত্রর সিরিয়ায় সামরিক আগ্রাসন চালিয়েছে। কারণ সৌদি আরব সিরিয়ায় নতুনকরে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে দিতে চায়।
তিনি বলেন, হিজবুল্লাহ নিজের ভৌগোলিক ও রাজনৈতিক স্বার্থে সিরিয়ায় সন্ত্রাসবিরোধী সংগ্রামে অংশ নেয় নি বরং হিজবুল্লাহর লক্ষ্য হচ্ছে লেবানন ও প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন ও সহযোগিতা দেওয়া। হিজবুল্লাহ সব সময় সিরিয়াকে একটি স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে দেখতে চায়।
লেবাননের সংসদ নির্বাচনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হস্তক্ষেপ করছে বলে তিনি অভিযোগ করেন। আগামী ৬ মে লেবাননে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭