জাতিসংঘের তদন্ত কমিটি গঠনের প্রস্তাবের বিরোধিতা করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i57532-জাতিসংঘের_তদন্ত_কমিটি_গঠনের_প্রস্তাবের_বিরোধিতা_করল_ইসরাইল
গাজা হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠনের প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, তারা ওই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন এর মাধ্যমে নিজেদের ইসরাইলবিরোধী অবস্থান প্রমাণ করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৯, ২০১৮ ১৮:০০ Asia/Dhaka
  • কয়েক জন ফিলিস্তিনি শহীদের মৃতদেহ
    কয়েক জন ফিলিস্তিনি শহীদের মৃতদেহ

গাজা হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠনের প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, তারা ওই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন এর মাধ্যমে নিজেদের ইসরাইলবিরোধী অবস্থান প্রমাণ করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

দখলদার ইসরা‌ইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে, মানবাধিকার কাউন্সিলের ওই প্রস্তাব কোনও সত্য তদন্তের জন্য করা হয়নি বরং ইসরাইলের আত্মরক্ষার অধিকার খর্ব করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গতকাল (শুক্রবার) জাতিসংঘের মানবাধিকার কমিশন গাজায় ইসরাইলি গণহত্যা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনে অনুষ্ঠিত ভোটাভুটিতে গাজায় তদন্ত দল পাঠানোর প্রস্তাব গৃহীত হয়। ভোটে প্রস্তাবটির বিরোধিতা করে আমেরিকা ও অস্ট্রেলিয়া। 

গতকাল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা’দ আল-হুসেইন কমিশনের বৈঠকে বলেছেন, গত ৩০ মার্চের পর থেকে ইসরাইলি বাহিনী ১৫ শিশুসহ ১০৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই সময়ে ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজা-দখলদার হিসেবে ইসরাইলের দায়িত্ব হচ্ছে সেখানকার জনগণকে সুরক্ষা দেওয়া ও তাদের কল্যাণ নিশ্চিত করা।

এদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, মানবাধিকার কমিশনের একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচারের একটি পদক্ষেপ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯