কাবা ঘরে বাংলাদেশির আত্মহত্যা
-
পবিত্র কাবা ঘর
পবিত্র কাবা ঘরের ছাদ থেকে লাফিয়ে পড়ে এবার এক বাংলাদেশি আত্মহত্যা করেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গাল্ফ নিউজ এবং পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
গত ৮ জুন কাবা ঘরের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ফরাসি নাগরিক আত্মহত্যা করার পর বাংলাদেশি নাগরিকের আত্মহত্যার ঘটনা ঘটল। ১৫ জুন এ ঘটনা ঘটেছে তবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। কাবা ঘরের সিসিটিভি’র ফুটেজ থেকেও বাংলাদেশি নাগরিকের আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে।
গাল্ফ নিউজ জানিয়েছে, বাংলাদেশী ওই ব্যক্তি কাবা ঘরের ছাদ থেকে তাওয়াফ করার স্থানে এক সুদানি নাগরিকের ওপর পড়ে। এতে ওই ব্যক্তিও মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে প্রথামিকভাবে আইয়াদ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে নূর হাসপাতালে নেয়া হয়।
কাবা ঘরের ছাদ থেকে কেউ যাতে না পড়ে যায় সেজন্য শক্ত আচ্ছাদন দেয়া রয়েছে। তারপরও কীভাবে এসব ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭