সৌদি সেনারা ইয়েমেনি নারীদের ধর্ষণ করেছে: হুথি প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i59290-সৌদি_সেনারা_ইয়েমেনি_নারীদের_ধর্ষণ_করেছে_হুথি_প্রধান
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, সৌদি সেনারা ইয়েমেনি নারীদের ধর্ষণের মতো যুদ্ধাপরাধ করেছে। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গন থেকে আসা ত্রাণ সামগ্রী ধ্বংস করেছে তারা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২১, ২০১৮ ১১:০০ Asia/Dhaka
  • আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি
    আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, সৌদি সেনারা ইয়েমেনি নারীদের ধর্ষণের মতো যুদ্ধাপরাধ করেছে। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গন থেকে আসা ত্রাণ সামগ্রী ধ্বংস করেছে তারা।

আবদুল মালেক বলেন, “স্থলযুদ্ধে সৌদি সেনাদের সমস্ত হামলা আমরা মোকাবেলা করব। আমাদের অঙ্গীকারে কখনো ফাটল ধরবে না।” ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর দিয়েছে।

আবদুল মালেক বলেন, ইয়েমেনের রাজনৈতিক সংকটের সুযোগ নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দেশের দক্ষিণাঞ্চল দখলের পাঁয়তারা করছে। যারা দেশের ওপর আগ্রাসন চালিয়েছে লোহিত সাগরের উপকূল হবে তাদের জন্য কবরস্থান। এর আগে গতকাল (বুধবার) সৌদি নেতৃত্বাধীন হাদিপন্থি সেনারা আনসারুল্লাহ যোদ্ধাদের কাছ থকে হুদায়দা বিমানবন্দর দখল করে নেয়।

এদিকে, হুদায়দা অঞ্চলে চলমান সংঘাতের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।#

পার্সুটডে/সিরাজুল ইসলাম/২১