সৌদি আরবে ধরপাকড় অভিযান চলছে: আরো ২ আলেম গ্রেফতার
https://parstoday.ir/bn/news/west_asia-i63484-সৌদি_আরবে_ধরপাকড়_অভিযান_চলছে_আরো_২_আলেম_গ্রেফতার
সৌদি সরকারের বিরোধী মত প্রকাশের অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনীর আটকাভিযান অব্যাহত রয়েছে। গতকাল (রোববার) দেশটির দু’জন প্রখ্যাত আলেমকে আটক করা হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ১৩, ২০১৮ ০৭:২৮ Asia/Dhaka
  • শেখ নাসের আল-উমর
    শেখ নাসের আল-উমর

সৌদি সরকারের বিরোধী মত প্রকাশের অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনীর আটকাভিযান অব্যাহত রয়েছে। গতকাল (রোববার) দেশটির দু’জন প্রখ্যাত আলেমকে আটক করা হয়।

সৌদি আরবের চলমান সামাজিক পরিস্থিতি সম্পর্কে সমালোচনামূলক বক্তব্য দেয়ার অপরাধে গতকাল ‘মোহাম্মাদ বিন সৌদ’ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ নাসের আল-উমরকে আটক করা হয়। ২০১৭ সালের অক্টোবর মাসে আল-উমরের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

আহমাদ আল-আম্মারি

এ ছাড়া, মদীনার তাইয়্যেবা বিশ্ববিদ্যালয়ের কুরআন ফ্যাকাল্টির সাবেক ডিন আহমাদ আল-আম্মারিকে তার এক ছেলেসহ আটক করা হয়েছে। বয়োবৃদ্ধ আহমাদ আল-আম্মারি হাড়ের ক্ষয়রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে নিভৃতবাস করে আসছিলেন। কিন্তু সৌদি পুলিশ তাকেও গ্রেফতার করেছে।

সৌদি রাজা সালমানের ছেলে মুহাম্মাদ বিন সালমানকে দেশটির যুবরাজের দায়িত্ব দেয়ার পর থেকে সৌদি আরবে বিরোধী মত প্রকাশকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান জোরদার হয়েছে। মুহাম্মাদ বিন সালমান মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের নীতি অনুসরণ করছেন। তিনি এ পর্যন্ত বহু প্রিন্স, আলেম, ব্যবসায়ী ও বুদ্ধিজীবীকে আটক করে কারাগারে নিক্ষেপ করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২