সিরিয়াকে এস-৩০০ দেয়া ইসরাইলের জন্য মারাত্মক চ্যালেঞ্জ: তেল আবিব
-
এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ইহুদিবাদী ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, সিরিয়াকে রাশিয়া যে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে তা তেল আবিবের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
ওই কর্মকর্তার নাম প্রকাশ না করে টাইমস অব ইসরাইল জানিয়েছে, রাশিয়ার সাম্প্রতিক এ পদক্ষেপ মোকাবেলার জন্য তেল আবিব নানা উপায় বের করার চেষ্টা করছে। এ কর্মকর্তা আরো বলেন, ইসরাইলের প্রতি আমেরিকার সমর্থন রয়েছে এবং ইসরাইল নিজেকে রক্ষার অধিকার রাখে।

গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার আকাশ থেকে ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান লাতাকিয়া প্রদেশের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালায়। ইসরাইলি বিমান লক্ষ্য করে সিরিয়া ক্ষেপণাস্ত্র ছুঁড়লে তা একটি রুশ গোয়েন্দা বিমানে আঘাত হানে। প্রকৃতপক্ষে সে সময় ইসরাইলের পাইলটরা রুশ বিমানটিকে ঢাল হিসেবে ব্যবহার করে।
এ ঘটনায় রাশিয়া ও ইসরাইলের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সিরিয়াকে এস-৩০০ সরবরাহ করার কথা বলে। ইসরাইল প্রতিবাদ করলেও মস্কো তা আমলে নেয় নি বরং শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সিরিয়াকে রাশিয়া এরইমধ্যে এস-৩০০ সরবরাহ শুরু করেছে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ পদক্ষেপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন।
পার্সটুডে/এসআইবি/১