আলেপ্পোয় রাসায়নিক হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিন: নিরাপত্তা পরিষদকে সিরিয়া
(last modified Sun, 25 Nov 2018 17:00:07 GMT )
নভেম্বর ২৫, ২০১৮ ২৩:০০ Asia/Dhaka
  • আলেপ্পো রাসায়নিক হামলার শিকার এক নারাী চিকিৎসা নিচ্ছেন
    আলেপ্পো রাসায়নিক হামলার শিকার এক নারাী চিকিৎসা নিচ্ছেন

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সম্প্রতি বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা যে রাসায়নিক গ্যাস হামলা চালিয়েছে তার নিন্দা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীদের নিন্দা করার পাশাপাশি যেসব দেশ ও সরকার সন্ত্রাসীদের সমর্থন করছে এবং তহবিল যোগান দিচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, যেসব দেশ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দিয়ে আসছে তাদের প্রচেষ্টার ফসল হচ্ছে আলেপ্পোর রাসায়নিক হামলা।

আলেপ্পো রাসায়নিক হামলার শিকার এক শিশু

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ও আন্তর্জাতিক কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে যে, বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা শনিবার আলেপ্পোর একটি এলাকায় রাসায়নিক গ্যাসের হামলা চালিয়েছে এবং অন্তত ৫০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতালে ভর্তি ব্যক্তিরা প্রধানত শ্বাস কষ্টে ভুগছে এবং দৃষ্টিশক্তি ঝাঁপসা হয়ে গেছে। রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়েছে যে, ডাক্তাররা হাসপাতালের বিছানায় আহত নারী-পুরষদের চিকিৎসা দিচ্ছেন।#

পার্সটুডে/এসআইবি/২৫