আরব সরকারগুলোকে ইসরাইলের বন্ধু করতে চান সিসি ও বিন সালমান
https://parstoday.ir/bn/news/west_asia-i66242-আরব_সরকারগুলোকে_ইসরাইলের_বন্ধু_করতে_চান_সিসি_ও_বিন_সালমান
মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ইহদিবাদী ইসরাইলের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক গড়ে তুলতে আরব সরকারগুলোকে উৎসাহ দিতে চান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ৩০, ২০১৮ ২৩:৩৯ Asia/Dhaka
  • আবদুল ফাত্তাহ আল সিসি ও মুহাম্মাদ বিন সালমান
    আবদুল ফাত্তাহ আল সিসি ও মুহাম্মাদ বিন সালমান

মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ইহদিবাদী ইসরাইলের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক গড়ে তুলতে আরব সরকারগুলোকে উৎসাহ দিতে চান।

একইসঙ্গে আরব সরকারগুলো দখলদার ইসরাইলের সঙ্গে রাজনৈতিক বিরোধ চুকিয়ে ফেলুক সেটাও তারা চান বলে মিশরের দৈনিক আল আরাবি আলজাদিদ সম্প্রতি খবর দিয়েছে। 

সম্প্রতি মিশরে সৌদি যুবরাজের সফরের সময় এ বিষয়ে আলোচনা করেছেন সিসি ও যুবরাজ। তারা মধ্যপ্রাচ্য বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা নিয়েও কথা বলেছেন বলে দৈনিকটি লিখেছে। এ পরিকল্পনা ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। অবশ্য মিশরিয়, সৌদি ও মুসলমানদের প্রথম কিবলার দখলদার ইহুদিবাদী ইসরাইলের সরকারি কর্মকর্তারা দৈনিকটির এই রিপোর্ট সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেননি।

রিয়াদ ও তেলআবিব সামরিক ও গোয়েন্দা ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে বলে দৈনিকটি আভাস দিয়েছে। মিশর ৩৯ বছর আগে ইসরাইলের সঙ্গে একটি আপোষ চুক্তি করেছে এবং সেই থেকে বর্ণবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে কায়রো।  #

পার্সটুডে/এমএএইচ/৩০