ফতেহ আশ-শামের কাছে ১০০ ড্রোন, রাসায়নিক হামলা লক্ষ্য
-
রুশ সেনাদের গুলিতে ভূপাতিত সন্ত্রাসীদের ড্রোন (ফাইল ফটো)
সিরিয়ার উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ফতেহ আশ-শামের কাছে অন্তত ১০০ ড্রোন রয়েছে যা ইদলিব প্রদেশে সরকারি সেনাদের বিরুদ্ধে রাসায়নিক হামলার কাজে ব্যবহার করবে বলে সন্ত্রাসীরা পরিকল্পনা করেছে। তুরস্কের একজন ব্যবসায়ীর মাধ্যমে সন্ত্রাসীরা এসব ড্রোন হাতে পেয়েছে। সাবেক নুসরা ফ্রন্ট বর্তমানে ফতেহ আশ-শাম নামে পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রগুলো রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিকের আরবি বিভাগকে জানিয়েছে, ড্রোনগুলোকে হারেম শহর থেকে মা’রাত শহরে সন্ত্রাসীদের আস্তানায় নেয়া হয়েছে। হারেম শহরটি তুর্কি সীমান্তে অবস্থিত। এসব ড্রোনকে মরক্কো ও লিবিয়ার সন্ত্রাসীদের কাছে দেয়া হয়েছে। সন্ত্রাসীরা একজন ব্রিটিশ বিশেষজ্ঞের নজরদারিতে ড্রোনগুলোর আধুনিকায়নের কাজ চালাচ্ছে। সংস্কারের পর এসব ড্রোন রাসায়নিক হামলার কাজে ব্যবহার করা হবে।

এর আগে, গত ২২ নভেম্বর স্পুৎনিক জানিয়েছিল, ক্ষেপণাস্ত্র উন্নত করা ও সেগুলোতে রাসায়নিক উপাদান মেশানোর জন্য ফরাসি বিশেষজ্ঞরা ইদলিব শহরে পৌঁছেছে।#
পার্সটুড/এসআইবি/৪