হুদাইদা যুদ্ধবিরতির পর ২১ বার লঙ্ঘন করেছে সৌদি
https://parstoday.ir/bn/news/west_asia-i66595-হুদাইদা_যুদ্ধবিরতির_পর_২১_বার_লঙ্ঘন_করেছে_সৌদি
ইয়েমেনের হুদাইদা বন্দর এলাকায় যুদ্ধবিরতি পালনের বিষয়ে ঐকমত্য হলেও গত ২৪ ঘণ্টায় সৌদি আরব অন্তত ২১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী একথা জানিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৮ ১৮:২৭ Asia/Dhaka
  • সৌদি আরবের এফ-১৫ জঙ্গিবিমান
    সৌদি আরবের এফ-১৫ জঙ্গিবিমান

ইয়েমেনের হুদাইদা বন্দর এলাকায় যুদ্ধবিরতি পালনের বিষয়ে ঐকমত্য হলেও গত ২৪ ঘণ্টায় সৌদি আরব অন্তত ২১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী একথা জানিয়েছে।

জাতিসংঘের মধ্যস্থতায় সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত ইয়েমেনের দুপক্ষের শান্তি আলোচনায় গত বৃহস্পতিবার এ যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। সৌদি আরবের পক্ষ থেকে সেই যুদ্ধবিরতি লঙ্ঘনের পাশাপাশি তাদের অনুগত ভাড়াটে সন্ত্রাসীরাও পশ্চিম উপকূল দিয়ে হুদাইদা বন্দরে ঢোকার চেষ্টা করে। কিন্তু ইয়মেনের হুথি যোদ্ধারা সে প্রচেষ্টা রুখে দেয়।

হুদাইদা বন্দর

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারিয়ি আল-মাসিরা টেলিভিশনকে আজ (শনিবার) এসব কথা বলেন। তিনি জানান, সৌদি গোলন্দাজ বাহিনী হুদাইদা যুদ্ধবিরতি এলাকায় ১০০টির বেশি মর্টারের গোলাবর্ষণ করেছে।

ইয়াহিয়া সারিয়ি বলেন, ইয়েমেনি সেনারা এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যাতে শান্তি প্রচেষ্টা সফল এবং ইয়েমেনের জনগণের ভোগান্তি দূর হয়। তবে যেকোন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত বলেও ঘোষণা করে জেনারেল সারিয়ি।#

পার্সটুডে/এসআইবি/১৫