যুদ্ধবিরতির পরও হুদাইদার আকাশে চক্কর দিচ্ছে সৌদি জঙ্গি বিমান
https://parstoday.ir/bn/news/west_asia-i66676-যুদ্ধবিরতির_পরও_হুদাইদার_আকাশে_চক্কর_দিচ্ছে_সৌদি_জঙ্গি_বিমান
ইয়েমেনের হুদাইদা শহরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ওই এলাকা দিয়ে একের পর এক জঙ্গি বিমান ওড়ছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, জাতিসংঘ 'স্টকহোম সমঝোতা'র ভিত্তিতে আজ (মঙ্গলবার) সকাল থেকে ওই এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার পরই আকাশে সৌদি জঙ্গি বিমানগুলো চক্কর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৮ ১৮:৪৩ Asia/Dhaka
  • হুদাইদা
    হুদাইদা

ইয়েমেনের হুদাইদা শহরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ওই এলাকা দিয়ে একের পর এক জঙ্গি বিমান ওড়ছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, জাতিসংঘ 'স্টকহোম সমঝোতা'র ভিত্তিতে আজ (মঙ্গলবার) সকাল থেকে ওই এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার পরই আকাশে সৌদি জঙ্গি বিমানগুলো চক্কর দিয়েছে।

ইয়েমেনের পর্যবেক্ষকরা বলেছেন, সৌদি আরবের এই পদক্ষেপ 'স্টকহোম সমঝোতা'র লঙ্ঘন। এই সমঝোতা সৌদি আরব সঠিকভাবে মেনে চলবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 

সম্প্রতি সুইডেনের স্টকহোমে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের যুদ্ধরত গ্রুপগুলোর মধ্যে আলোচনা হয়েছে। যুদ্ধরত পক্ষগুলো হুদায়দায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়েছে। 

এদিকে, হুদাইদায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের ধরণ নির্ধারণের বিষয়ে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করবেন বলে কথা রয়েছে। 

হুদাইদা বন্দরে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হলে সেদেশে ত্রাণ সরবরাহ সহজ হবে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন