সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার দাবিতে যোগ দিল তিউনিশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i67632-সিরিয়াকে_আরব_লীগে_ফিরিয়ে_নেয়ার_দাবিতে_যোগ_দিল_তিউনিশিয়া
সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানিয়ে তিউনিশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী খেমাইস জিনাউয়ি এই দাবি জানিয়ে বলেছেন, ২২ সদস্যের আরব লীগেই হচ্ছে সিরিয়ার ‘প্রকৃত স্থান’।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৯ ০৭:০২ Asia/Dhaka
  • তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী খেমাইস জিনাউয়ি
    তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী খেমাইস জিনাউয়ি

সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানিয়ে তিউনিশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী খেমাইস জিনাউয়ি এই দাবি জানিয়ে বলেছেন, ২২ সদস্যের আরব লীগেই হচ্ছে সিরিয়ার ‘প্রকৃত স্থান’।

রাজধানী তিউনিসে শনিবার সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ঝিনাউয়ি বলেন, “সিরিয়া হচ্ছে একটি আরব দেশ কাজেই এর প্রকৃত স্থান হচ্ছে আরব লীগের কাঠামো।”

তবে আরব লীগে সিরিয়ারপ্রত্যাবর্তনের বিষয়টি তিউনিশিয়ার ওপর নয় বরং আরব লীগের ওপর নির্ভর করছে বলেও তিনি জানান।

জেবরান বাসিল

সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, তিউনিশিয়া চায় দেশটিতে অবস্থানরত সিরিয়ার শরণার্থীরা অবিলম্বে তাদের দেশে ফিরে যাক। সিরিয়ার পরিস্থিতি যাতে সকল শরণার্থীর স্বদেশ প্রত্যাবর্তনের মতো উপযুক্ত হয় রাশিয়া সে চেষ্টা করছে বলেও ল্যাভরভ উল্লেখ করেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের হিসাব মতে, তিউনিশিয়ায় সিরিয়ার প্রায় ৪০০ শরণার্থী অবস্থান করছেন। আগামী মার্চ মাসে তিউনিশিয়ায় আরব লীগের ৩০তম বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিউনিশিয়ার আগে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিল লেবানন। দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল গত ১৮ জানুয়ারি সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, এ কাজ না করা হবে ‘ঐতিহাসিক ভুল।’

২০১১ সালে মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার পর ওই বছরেরই শেষদিকে আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছিল।#

 

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭