মধ্যপ্রাচ্য সফরে কুশনার: সৌদি রাজা ও যুবরাজের সঙ্গে বৈঠক
(last modified Thu, 28 Feb 2019 12:16:33 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ১৮:১৬ Asia/Dhaka
  • জারেড কুশনার (বামে) ও যুবরাজ বিন সালমান
    জারেড কুশনার (বামে) ও যুবরাজ বিন সালমান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই এবং শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন। এরইমধ্যে গোপনে তিনি রিয়াদে সৌদি রাজা সালমান বিন আবদুল্লাহ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল (বুধবার) এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, মঙ্গলবার সৌদি রাজা ও যুবরাজের সঙ্গে বৈঠকে বসেন কুশনার। এ সময় তারা আমেরিকা ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতা, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব এবং মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

তবে এ আলোচনায় ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া, বিনিয়োগের মাধ্যমে পুরো অঞ্চলের অবস্থা উন্নত করার বিষয় নিয়ে আলোচনা করেন তারা। হোয়াইট হাউজের তথ্য অনুসারে-  বৈঠকে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত জ্যাসন গ্রিনব্লাট ও ইরান বিষয়ক বিশেষ দূত ব্রায়ান হুক উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এসআইবি/২৮