ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম: ফিলিস্তিনি মুফতি
(last modified Thu, 07 Mar 2019 09:43:19 GMT )
মার্চ ০৭, ২০১৯ ১৫:৪৩ Asia/Dhaka
  • মুফতি নিমর আবু আউন
    মুফতি নিমর আবু আউন

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আমরি মসজিদের মুফতি নিমর আবু আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম। কোনো পরিস্থিতিতেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা মুসলিম দেশগুলোর জন্য উচিত হবে না। তিনি আজ (বৃহস্পতিবার) গাজায় বার্তা সংস্থা ইরনা'র সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মুফতি আবু আউন আরও বলেছেন, ফিলিস্তিন ভূখণ্ডসহ ইসলামি পবিত্র স্থানগুলো রক্ষাকে সব সময় গুরুত্ব দিতে হবে। মুসলমানরা যদি কখনো অত্যন্ত খারাপ অবস্থাতেও পৌঁছে যায় তখনও এ বিষয়টিকে এড়িয়ে যাওয়া চলবে না। 

তিনি বলেন, কোনো কোনো আরব সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করছে যা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। বিশ্বের কোনো দেশেরই উচিত নয় খুনি, অপরাধী ও দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা।

আবু আউন বিস্ময় প্রকাশ করে বলেন, ইসরাইলের কোনো কোনো ইউরোপীয় মিত্র দেশ পর্যন্ত ইসরাইলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু দুঃখজনকভাবে কোনো কোনো মুসলিম দেশ ঘাতক ইসরাইলের সঙ্গে সম্পর্ক করতে মরিয়া হয়ে উঠেছে এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাচ্ছে। 

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নির্যাতন দিন দিন বাড়ছে বলেও তিনি জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন 

ট্যাগ